Apple MacBook Pro, AirPods 3 এর বিক্রি পিছলো, কবে থেকে কিনতে পারবেন জেনে নিন

১৮ই অক্টোবরে অনুষ্ঠিত ‘Apple Unleashed’ ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে AirPods (3rd Generation) ইয়ারবাড সহ বহুল চর্চিত MacBook Pro (2021) ল্যাপটপ লঞ্চ করা হয়েছিল। কথা ছিল, ২৬শে অক্টোবর থেকে ভারতে এই দুটি ডিভাইস বিক্রির জন্য উপলব্ধ করা হবে। কিন্তু অন্তিম মুহূর্তে টেক জায়ান্টটি তাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে প্রথম সেলের তারিখ আরো ৩ দিন পিছিয়ে দিয়েছে। সেক্ষেত্রে, MacBook Pro (2021) ল্যাপটপের ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ভ্যারিয়েন্ট দুটি এবং AirPods (3rd generation) আগামী শুক্রবার অর্থাৎ ২৯শে অক্টোবর থেকে Apple India এর অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে।

MacBook Pro (2021) ও AirPods (3rd generation) এর সেলের তারিখ পিছিয়ে ২৯ অক্টোবর করার ঘোষণা Apple এর

অ্যাপল ইন্ডিয়ার নিজস্ব সাইট ছাড়াও, সংস্থার ডিস্ট্রিবিউটর ইনগ্রাম মাইক্রো এবং রেডিংটন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আজ ম্যাকবুক প্রো (২০২১) এবং এয়ারপডস (থার্ড জেনারেশন) -এর পাশে ‘কামিং সুন’ লেখা ব্যানার দেখা গেছে। ভারতে উল্লেখিত ডিভাইস দ্বয়ের সেলের সময়সূচী আকস্মিক কেন পিছিয়ে দেওয়া হলো তা এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, ঘোষণা মতো ২৯ অক্টোবর থেকে অ্যাপলের নেক্সট জেনারেশন ল্যাপটপ ও ইয়ারবাড পাওয়া যাবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সেলের তারিখ অপরিবর্তিত রয়েছে।

Apple MacBook Pro (2021), AirPods (3rd generation) দাম

ভারতে অ্যাপল ম্যাকবুক প্রো (২০২১) ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ১,৯৪,৯০০ টাকা ধার্য করা হয়েছে। এটি ল্যাপটপের ১৪ ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম। আর, ১৬ ইঞ্চির ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২,৩৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে, এয়ারপডস (থার্ড জেনারেশন) ইয়ারবাড ভারতে ১৮,৫০০ টাকায় বিক্রি করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Apple MacBook Pro (2021) স্পেসিফিকেশন

অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপের এই আপডেটেড ভার্সন, ১৪.২ ইঞ্চি (৩,০২৪x১,৯৬৪ পিক্সেল) এবং ১৬.২ ইঞ্চির (৩,৪৫৬x২,২৩৪ পিক্সেল) সরু বেজেল যুক্ত দুটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। উভয় ডিসপ্লেই, ২৫৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,০০০ নিট ফুল-স্ক্রিন ব্রাইটনেস, ১,৬০০ নিট পিক ব্রাইটনেস, ১,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, পি৩ ওয়াইড কালার গ্যামেট এবং এইচডিআর টেকনোলজি সাপোর্ট করবে। এই ল্যাপটপে, লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও মিনি-LED টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এটি, সংস্থার নিজস্ব ProMotion ডিসপ্লে টেকনোলজি সহ এসেছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে।

MacBook Pro (2021) এর উভয় মডেলে সদ্য লঞ্চ হওয়া M1 Pro বা M1 Max প্রসেসর ব্যবহার করা হয়েছে। এগুলিতে, ৩২-কোর পর্যন্ত জিপিইউ ও ১০-কোর পর্যন্ত সিপিইউ অন্তর্ভুক্ত। এই ল্যাপটপ, নতুন ম্যাকওএস (macOS) সিস্টেমে রান করবে। অতিরিক্ত ফিচারের কথা বললে, এর ডিসপ্লেতে থাকা নচ কাটআউটের মধ্যে ১,০৮০ পিক্সেলের ফেসটাইম ক্যামেরা এবং কম্পিউটেশনাল ভিডিও সহ উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসর দেখা যাবে। এই নয়া ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে SDXC কার্ড স্লট, HDMI পোর্ট সামিল করা হয়েছে। এছাড়া, এর ম্যাজিক কী-বোর্ডে থাকছে ফিজিক্যাল ফাংশন কী এবং একটি ওয়াইড এসকেপ কী। এতে ম্যাগসেফ ৩ (MagSafe 3) ম্যাগনেটিক চার্জার সাপোর্ট করবে।

Apple AirPods (3rd Generation) স্পেসিফিকেশন

অ্যাপল এয়ারপডস (থার্ড জেনারেশন) এর বাহ্যিক ডিজাইন অনেকটা পূর্বসূরি AirPods Pro এর মতো। এই ইয়ারবাড, প্রেসার কন্ট্রোলের জন্য ফোর্স সেন্সর সহ এসেছে। এতে হ্যান্ডস ফ্রি ‘সিরি’ ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ। অ্যাপল মিউজিক স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে এতে স্প্যাশিয়াল অডিও এবং ডলবি অ্যাটমস টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। তৃতীয় প্রজন্মের এয়ারপডস, কাস্টম ড্রাইভার এবং হাই ডাইনামিক রেঞ্জ অ্যামপ্লিফায়ারের সাথে এসেছে, যা এনহ্যান্সড ব্যাস আউটপুট এবং স্পষ্ট সাউন্ড অফার করবে।

AirPods (3rd Generation) -তে AAC-ELD কোডেক প্রোগ্রাম বর্তমান, যা ফুল এইচডি কোয়ালিটির সাউন্ড সরবরাহ করবে। আবার, রিয়েল টাইম মিউজিক উপভোগের জন্য এটি অ্যাডাপ্টিভ ইকিউ (Adaptive EQ) সাপোর্ট করবে। এছাড়া পাওয়া যাবে স্কিন-ডিটেক্ট সেন্সর। অ্যাপলের এই নয়া অডিও ডিভাইস ৬ ঘন্টা পর্যন্ত লিসেনিং টাইম এবং ৪ ঘন্টা পর্যন্ত টকটাইম সরবরাহ করবে। এতে ম্যাগসেফের মাধ্যমে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির দাবি তৃতীয় প্রজন্মের এই এয়ারপড মাত্র ৫ মিনিটের স্বল্প চার্জে ১ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ফুল চার্জে ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

Subheccha Das Poddar

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

14 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

22 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

55 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago