ফোল্ডেবল আইফোনের আগেই ফোল্ডিং স্ক্রিনের MacBook লঞ্চ করে বাজারে ঝড় তুলবে Apple

অ্যাপল (Apple) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিন পণ্য নির্মাতাদের থেকে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বর্তমানে কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ iPhone 15 সিরিজের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি,…

অ্যাপল (Apple) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিন পণ্য নির্মাতাদের থেকে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বর্তমানে কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ iPhone 15 সিরিজের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তারা বেশ কিছু আকর্ষণীয় ফিউচারিস্টিক ডিভাইসের ওপর কাজ করছে বলেও জানা গেছে। তার মধ্যে অন্যতম হল ফোল্ডেবল ল্যাপটপ। মার্কিন কোম্পানিটি তাদের ফোল্ডেবল MacBook ল্যাপটপ ২০২৬ সাল নাগাদ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এখন সূত্রের দাবি, অ্যাপল নয়া ফোল্ডেবল MacBook (কিংবা অন্তত একটি ফোল্ডেবল iPad)-এর জন্য ফোল্ডেবল প্যানেল তৈরি করার জন্য এখন থেকেই ডিসপ্লে সরবরাহকারীদের সাথে আলোচনা শুরু করেছে।

ফোল্ডেবল MacBook লঞ্চ করতে চলেছে Apple

স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের ফোল্ডেবল ল্যাপটপটি ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। তবে কোম্পানি ২০২৫ সালেই উল্লিখিত ম্যাকবুক মডেলটি উন্মোচন করবে, যাতে বাজারে আসার আগে কোনও সংশোধন করার প্রয়োজন থাকলে যথেষ্ট সময় পাওয়া যায়। ফোল্ডেবল ল্যাপটপ লঞ্চের অ্যাপলের এই পদক্ষেপ কোভিড-১৯ অতিমারি এবং অর্থনৈতিক অবনতির পরে সৃষ্ট মন্থর বাজারে একটি আশার স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে।

শোনা যাচ্ছে, ফোল্ডিং ম্যাকবুকে অ্যাপল তাদের চুক্তিবদ্ধ ডিসপ্লে নির্মাতাদের সরবরাহ করা ওলেড (OLED) প্যানেল ব্যবহার করবে। এই কনট্র্যাক্ট ডিসপ্লে ম্যানুফ্যাকচারারদের মধ্যে দুটি বড় নাম হল স্যামসাং ডিসপ্লে (Samsung Display) এবং এলজি ডিসপ্লে (LG Display)। এই দুই নির্মাতা ইতিমধ্যেই অ্যাপল এবং অন্যান্য কোম্পানির জন্য ওলেড ইউনিট তৈরি করতে এই প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে।

প্রসঙ্গত, এলজি ডিসপ্লে মাঝারি আকারের ওলেড প্যানেলগুলিতে বিনিয়োগ করছে, যা iPad-এর মতো ট্যাবলেটে ব্যবহার করা যেতে পারে। এদিকে, স্যামসাং ডিসপ্লে ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪.১ ট্রিলিয়ন দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ২৬,১২৪ কোটি টাকা) বিনিয়োগের সাথে ৮.৬-জেন ওলেড প্যানেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

জানিয়ে রাখি, আসুস (Asus) বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির ফোল্ডেবল ওলেড ল্যাপটপটি বাজারে উন্মোচন করেছে, যার নাম ZenBook 17 Fold OLED। ডিভাইসটিতে বিওই (BOE)-দ্বারা নির্মিত একটি ফোল্ডেবল প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে এটি এখনও প্রারম্ভিক পর্যায়ে রয়েছে এবং এই বিভাগে প্রচুর গ্রাউন্ডওয়ার্কের প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বড় ডিসপ্লে, বিশেষত ফোল্ডেবল প্যানেল ডিসপ্লে নির্মাতাদের জন্য বেশি লাভজনক। তাই সম্ভবত লাভের দিক থেকে ফোল্ডেবল ল্যাপটপগুলি ভবিষ্যতে ফোল্ডেবল স্মার্টফোন ডিসপ্লের থেকে এগিয়ে থাকবে।