আইফোন অতীত, নতুন নাম হবে Apple Phone?

টেক দুনিয়ায় জনপ্রিয় অ্যাপেল কোম্পানির iPhone ডিভাইসের নাম জানে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। কিন্তু দাঁড়ান, এই নাম এবার অতীত হতে পারে। অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েক দিন বাকি এবং কিছু টিপসটারের মতে, এই কনফারেন্সে ক্যালিফোর্নিয়ার প্রিমিয়াম টেক সংস্থাটি, তার কিংবদন্তি ডিভাইস iPhone এবং অপারেটিং সিস্টেম iOS-এর নাম পরিবর্তন করতে পারে। iPhone ডিভাইসে সর্বাধিক স্থিতিশীল এবং দ্রুত মোবাইল অপারেটিং সিস্টেমের সাথে নিত্য নতুন ফিচার পেয়ে থাকেন ইউজাররা। iOS, অ্যাপল ডিভাইস জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ হিসাবে বিবেচিত হয়।

সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে অ্যাপল, তার iPhone এবং iPhoneOS ডিভাইসের অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করতে চলেছে। গত বছর এই সংস্থাটি বাজারে এনেছিল IPadOS, যার অর্থ সংস্থাটি iOS-এর সর্বশেষতম সংস্করণটি তার আইপ্যাড লাইনআপে আনেনি, এনেছে iPadOS হিসেবে। অ্যাপল জানিয়েছিল, যে বিশেষত ট্যাবলেটগুলি সফ্টওয়্যার ডিজাইনের জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সংস্থাটি Mac-এর জন্য MacOS এবং ওয়াচগুলির জন্য WatchOS এনেছে।

জন প্রোসার যিনি প্রায়ই টেক দুনিয়ার গোপন খবর সামনে আনেন, তিনি টুইট করে জানিয়েছেন, সংস্থাটি কোন ডিভাইসের সাথে কোন সফ্টওয়্যার কানেক্টেড রয়েছে, তা ইউজারদের পরিষ্কার করে জানাতে চায়। জন ইতিমধ্যে অ্যাপল সম্পর্কিত কিছু প্রামাণিক তথ্য শেয়ার করেছেন। এছাড়াও জানা গিয়েছে, অ্যাপল কেবলমাত্র অপারেটিং সিস্টেমই নয়, আইফোনের নামও পরিবর্তন করতে পারে।

জনের টুইটের প্রতিক্রিয়ায় এক XDA ডেভেলপার ম্যাক্স ভিমব্যাচ লিখেছেন, যে তিনি একটি ইমেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাপল, iOS-এর নাম দিতে পারে iPhoneOS এবং আইফোনের নামকরণ করতে পারে Apple Phone। অ্যাপল, এমন দুর্দান্ত ব্র্যান্ডিংয়ের পরেও কেনো iPhone ডিভাইসের নাম পরিবর্তন করবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে বেশিরভাগ ইউজাররা নাম পরিবর্তনের পরেও ডিভাইসটিকে আইফোন নামেই ডাকবে সেই সুস্পষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *