Apple Peak Performance Live: আজ লাইভ দেখুন iPhone SE 3 ও iPad Air 5 এর লঞ্চ, এখানে ক্লিক করুন

Apple Peak Performance Event 2022: অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট আজ, ৮ মার্চ শুরু হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে (ভারতীয় সময় রাত ১১.৩০) ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। Apple-এর এই ইভেন্টে iPhone SE 2020-এর আপগ্রেডেড ভার্সন, iPhone SE 3/ iPhone SE (2022) লঞ্চ হতে পারে। একই সঙ্গে আপডেটেড iPad Air 5 ও এম২ চিপ চালিত MacBook Air ল্যাপটপের উপর থেকে পর্দা সরানো হতে পারে।

অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট লাইভস্ট্রিম (Apple Peak Performance Event 2022 livestream)

অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে দেখা যাবে। এছাড়া apple.com ও Apple TV app থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিংক থেকেও অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট দেখা যাবে।

iPhone SE 3/ iPhone SE (2022) সম্পর্কে কি জানা গেছে

আইফোন এসই ৩/ আইফোন এসই (২০২২) ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা ফিজিক্যাল হোম বাটন সহ আসবে। এতে এ১৫ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হবে এবং এতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে (mmWave এবং sub-6GHz),। ফোনটি ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এই আপকামিং আইফোনটি হোয়াইট, ব্ল্যাক এবং রেড-এর মতো একাধিক কালার অপশনে বেছে নেওয়া যাবে। আবার পূর্বসূরীর তুলনায় শক্তিশালী ব্যাটারি সহ আসবে আপকামিং আইফোনটি।

iPad Air 5 আসতে পারে এই ফিচার সহ

রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এ ১৫ চিপসেট, ৫জি সাপোর্ট, একটি ১২ মেগাপিক্সেলের ফেসটাইম ক্যামেরা এবং সেন্টার স্টেজ সাপোর্টের মতো কিছু আপগ্রেডেড ফিচার সহ নতুন iPad Air 5- এর ওপর থেকে এই ইভেন্টে পর্দা সরানো হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন