Apple Peak Performance: আজ লঞ্চ হতে পারে iPhone 13 ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট

আজ (৮ মার্চ) অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপল (Apple)-এর এবছরের প্রথম বড় লঞ্চ ইভেন্ট, যার নাম দেওয়া হয়েছে ‘ অ্যাপল পিক পারফরম্যান্স'(Apple Peak Performance)। শোনা যাচ্ছে, এই লঞ্চ ইভেন্টে অ্যাপল পর্দা সরাবে তাদের একাধিক ডিভাইসের ওপর থেকে। তারমধ্যে উল্লেখযোগ্য হল সাশ্রয়ী মূল্যের Apple iPhone SE 3 এবং পঞ্চম প্রজন্মের Apple iPad Air। আর এখন ইভেন্টের মাত্র কয়েক ঘন্টা আগে এক ইউটিউবার দাবি করেছেন যে, এই ইভেন্টের অন্যান্য নতুন ডিভাইসগুলির পাশাপশি Apple iPhone 13- এর একটি নতুন কালার ভ্যারিয়েন্টও প্রকাশ করবে এই মার্কিন সংস্থা। খুব সম্ভবত ডার্ক গ্রীন কালার অপশনের iPhone 13 মডেলটি উন্মোচন করা হবে আজ। প্রসঙ্গত, গতবছর ১৪ সেপ্টেম্বর Apple iPhone 13 সিরিজটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয় এবং এই সিরিজের অধীনে বাজারে পা রাখে iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max- এই চারটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

আজ আসতে পারে iPhone 13- এর নতুন কালার ভ্যারিয়েন্ট

টিপস্টার লিউক মিলানি (Luke Milani) জানিয়েছেন যে, আজকে অ্যাপলের লঞ্চ ইভেন্টে উন্মোচন করা হবে আইফোন ১৩- এর ডার্ক গ্রীন কালার অপশনটি। জানিয়ে রাখি, গতবছর, স্প্রিং লোডেড (Spring Loaded) ইভেন্টের সময় অ্যাপল আইফোন ১২-এর পার্পল কালারের সংস্করণটি লঞ্চ করেছিল। আর তাই জল্পনা চলছে, মার্কিন সংস্থাটি ক্রেতাদের জন্য আইফোন ১৩ এর আরেকটি নতুন রঙের চমক উপহার দিতে পারে। এই ডার্ক গ্রীন কালারের আইফোন ১৩ মডেলেও অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেট এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন ১৩ মডেলের মতো একই রকম স্পেসিফিকেশন থাকবে।

প্রসঙ্গত, অ্যাপল তাদের আইফোন সিরিজ লঞ্চের কয়েক মাস পরেও, এর নিত্যনতুন কালার ভ্যারিয়েন্ট আনার জন্য বিশেষ পরিচিত। যেমন ২০২০ সালের অক্টোবরে লঞ্চ হওয়া Apple iPhone 12-এর পার্পল কালার ভ্যারিয়েন্টটি লঞ্চের ৬ মাস পর গতবছর এপ্রিল মাসে আয়োজিত স্প্রিং লোডেড ইভেন্টে উন্মোচিত হয়। এছাড়া সংস্থাটি একটি আইফোনের কলারকে উত্তরসূরি মডেলের সাথে পরিবর্তনও করেছে। যেমনটি iPhone 11 Pro-এর মিডনাইট গ্রীন কালারটি iPhone 12-এ প্যাসিফিক ব্লু কালার অপশনটি দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল।

উল্লেখ্য, অ্যাপল ২০২২ সালের প্রথম বড় ভার্চুয়াল ইভেন্টটি আজ রাত ১১:৩০ (ভারতীয় সময়)-এ অনুষ্ঠিত হবে। ইভেন্টটি অ্যাপল পার্ক থেকে সম্প্রচার করা হবে। লঞ্চের টিজারে ট্যাগলাইন হিসাবে “পিক পারফরম্যান্স” কথাটি ব্যবহার করা হয়েছে এবং এতে একটি বহু রঙের অ্যাপল লোগো রয়েছে, সম্ভবত এটি আসন্ন ডিভাইসগুলির রঙের দিকে ইঙ্গিত করে৷ আজকের ইভেন্টে iPhone SE 3 5G, নতুন iPad Air, নতুন MacBook Air এবং রিডিজাইন করা একটি Mac Mini লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন