সহজে খুঁজে পাওয়া যাবে হারানো AirPods, নতুন ফার্মওয়্যার আপডেট আনল Apple

চলতি বছরের জুনে Apple তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভলপার কনফারেন্সে (WWDC) ঘোষণা করেছিল যে, এবার থেকে হারিয়ে যাওয়া AirPods খুঁজে পাওয়া যাবে। এই ফিচারটি iOS 15 এর সাথে আসবে বলে অনুমান করা হচ্ছিল, যদিও তখন তা হয়নি। কিন্তু এখন 9toMac তাদের প্রতিবেদনে দাবি করেছে, Apple, AirPods ও AirPods Pro-র জন্য একটি ফার্মওয়্যার আপডেট রোল আউট করেছে, যা Find My App ব্যবহার করে এই দুটি অডিও ডিভাইস কে খুঁজে পেতে সাহায্য করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তাদের লেটেস্ট ফার্মওয়্যার আপডেটে একাধিক ডিভাইস কে ফাইন্ড মাই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করেছে। এদের মধ্যে রয়েছে এয়ারপডস ও এয়ারপডস প্রো। এর ফলে এই দুটি ওয়্যারলেস হেডফোন এখন হারিয়ে যাওয়া স্থান থেকে ব্লুটুথ বিকন মেসেজ পাঠাতে পারবে। ফলে ইউজার লোকেশন জানতে পারবেন।

কীভাবে AirPods-র জন্য ফার্মওয়্যার আপডেট ডাউনলোড করবেন

আমরা জানি iPhone-এর মতো AirPods-এ আপডেট ডাউনলোড করার জন্য কোনো অপশন পাওয়া যায় না। আপনি কেসের মধ্যে রেখে স্বয়ংক্রিয়ভাবে ফার্মওয়্যার আপডেট ডাউনলোড করতে পারেন।

জানিয়ে রাখি, AirTags এর মতো AirPods নতুন U1 চিপ সহ আসে না। তাই অ্যারোর সাহায্যে সঠিক লোকেশন আপনি দেখতে পাবেন না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন