চলতি বছরে ভারতে ৩৭,৫০০ কোটি টাকার স্মার্টফোন উৎপাদন করতে চায় Apple ও Samsung

২০২২ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের Production Linked Incentive বা PLI স্কীমের অধীনে Apple ও Samsung সংস্থাদ্বয় প্রায় ৩৭,৫০০ কোটি টাকার স্মার্টফোন উৎপাদন করতে চলেছে! আজ্ঞে হ্যাঁ,…

২০২২ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের Production Linked Incentive বা PLI স্কীমের অধীনে Apple ও Samsung সংস্থাদ্বয় প্রায় ৩৭,৫০০ কোটি টাকার স্মার্টফোন উৎপাদন করতে চলেছে! আজ্ঞে হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও জানিয়ে রাখি যে আমাদের এই খবরে বিন্দুমাত্র অসত্য নেই। স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাদুটি আনুষ্ঠানিকভাবে উক্ত অঙ্কের উৎপাদনগত লক্ষ্যমাত্রার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছে। মজার ব্যাপার হলো ইতিমধ্যেই এই অঙ্ক পিএলআই (PLI) স্কীম সংক্রান্ত সরকারি লক্ষ্যমাত্রাকে প্রায় ৫০ শতাংশ ছাপিয়ে গিয়েছে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা।

প্রকল্পের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উৎপাদন

Economic Times -এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জন্য কেন্দ্রীয় সরকার ৩.২ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৮৫৯ কোটি টাকার স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। কিন্তু স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির সাম্প্রতিক উদ্যোগ থেকে মনে করা হচ্ছে যে, আলোচ্য অর্থবর্ষে তাদের উৎপাদনের পরিমাণ ৫ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৭,৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে! তাছাড়া প্রতিবেদকের মতে পিএলআই স্কীমের অধীনে উৎপাদিত এই বিপুল অঙ্কের স্মার্টফোন রপ্তানি বাবদ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ভারতে স্মার্টফোন উৎপাদনের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার গত ২০২০ সালে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই (PLI) প্রকল্প সামনে আনে। পরে এই প্রকল্পের অধীনে উৎপাদনের জন্য তারা স্যামসাং (Samsung) এবং অ্যাপল (Apple) সহ বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়। এক্ষেত্রে সরকার অ্যাপলের প্রধান তিন সহযোগী সংস্থা উইস্ট্রন (Wistron), পেগাট্রন Pegatron) এবং ফক্সকনের (Foxconn) হোন হাই (Hon Hai) ও রাইজিং স্টার (Rising Star/বর্তমানে Bharat FIH) ইউনিটগুলিকে অনুরোধ জানায়। এদের মধ্যে তিনটি সংস্থা পিএলআই প্রকল্পের অধীনে উৎপাদন শুরু করলেও, পেগাট্রন ও ভারত এফআইএইচ এখনো সেকাজ থেকে বিরত রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ফক্সকনের পরে অ্যাপলের সবথেকে বড় উৎপাদনকারী সহযোগী পেগাট্রন আগামী কয়েক মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আলোচ্য প্রকল্পের অধীনে উৎপাদন শুরু করতে পারে। তবে ভারত এফআইএইচ এখনো পিএলআই স্কীমের অধীনে স্মার্টফোন প্রস্তুতকরণের যোগ্যতা আদায় করতে পারেনি। বর্তমানে তারা শাওমি’র (Xiaomi) জন্য ইউনিট প্রতি ১৫,০০০ টাকার কম প্রোডাকশন মূল্য বিশিষ্ট ফোন তৈরীতে নিয়োজিত রয়েছে।

এদিকে সংবাদসূত্রে জানা গিয়েছে যে ভবিষ্যতে পিএলআই (PLI) স্কীমের যাবতীয় সুবিধা লাভের জন্য চলতি বছরে জনপ্রিয় ব্র্যান্ড Apple -কে প্রায় ৪,০০০ কোটি টাকার স্মার্টফোন উৎপাদন করতে হবে। একইভাবে Samsung -কে উৎপাদন করতে হবে প্রায় ৮,০০০ কোটি টাকার স্মার্টফোন।