একটানা চলবে ৬.৫ ঘন্টা, শাওমি আনলো XiaoAI Speaker Art Battery Edition

চলতি বছরের মে মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, XiaoAI Speaker Art নামের একটি স্পিকার চীনের বাজারে লঞ্চ করেছিল, যার দাম ৩৪৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩,৮০০)। পরবর্তী সময়ে এই স্পিকারটি Mi Smart Speaker নামে ভারত এবং ইউরোপে আত্মপ্রকাশ করেছিল, যাতে অতিরিক্ত ফিচার হিসেবে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ছিল। আজ চাইনিজ টেক জায়ান্ট সংস্থাটি, তার এই প্রোডাক্টটির একটি ব্যাটারি সংস্করণ লঞ্চ করার ঘোষণা করেছে।

XiaoAI Speaker Art Battery Edition-এর স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া XiaoAI Speaker Art Battery Edition-এ ৪,৮৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটির ব্যাটারি ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে অভিন্ন। সংস্থার দাবি, এটি ফুল চার্জে ৬.৫ ঘন্টা অবধি মিউজিক প্লেব্যাক দিতে পারে। এটির স্পিকার কোয়ালিটিও স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতই। সাউন্ড আউটপুটের জন্য এতে দুটি কাস্টম Bass বুস্টার এবং DTS সাউন্ড টিউনিং প্রযুক্তি যুক্ত ২.৫ ইঞ্চির একটি ১২ ওয়াটের ফুল-রেঞ্জ স্পিকার রয়েছে।

এছাড়াও, স্পিকারটির ধাতব বডিতে ১০,৫৩১টি সাউন্ড হোল রয়েছে। স্পিকারটি মাথায় কয়েকটি ক্যাপাসিটি বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে মিউজিক প্লে/পজ, ভলিউম কন্ট্রোল করা যায়।এছাড়াও এই স্পিকারে আছে ১৬ মিলিয়ন আরজিবি এলইডি স্ট্রিপ এবং ডুয়াল ফার-ফিল্ড মাইক্রোফোন।

স্ট্যান্ডার্ড মডেলটির মতোই এটিকেও ২.০ স্টেরিও সাউন্ডের সাথে সংযুক্ত করা যেতে পারে এবং এটি LHDC অডিও ফর্ম্যাট সাপোর্ট করে। এই স্পিকারটি টেক্সাস ইন্সট্রুমেন্টস TAS5805M চিপসেট দ্বারা চালিত এবং এতে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৪.২ প্রযুক্তি রয়েছে। মজার ব্যাপার, ইউজাররা এটিকে তাদের ইচ্ছামতো সঙ্গে নিয়ে যেকোনো জায়গায় যেতে পারবেন।

XiaoAI Speaker Art Battery Edition-এর দাম এবং লভ্যতা

এই নতুন গ্যাজেটটি আপাতত চীনের বাজারেই উপলব্ধ। এটির দাম ধার্য করা হয়েছে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৪০০ টাকা)। আগামী ১লা নভেম্বর থেকে এটির বিক্রি শুরু হবে।