iPhone, AirPods ব্যবহারকারীদের জন্য সুখবর, 6 মাস পর্যন্ত ফ্রি-তে ব্যবহার করা যাবে Apple Music

অ্যাপল প্রোডাক্ট ব্যবহারকারীদের জন্য সুখবর। আসলে Apple Music সাবস্ক্রিপশন এখন বিনামূল্যে পাওয়া যাবে। Apple তাদের ব্যবহারকারীদের তিন মাসের জন্য বিনামূল্যে ট্রায়ালের সুবিধা দিচ্ছে। এছাড়াও, কিছু…

Apple Users May Get 6 Month Apple Music Subscription

অ্যাপল প্রোডাক্ট ব্যবহারকারীদের জন্য সুখবর। আসলে Apple Music সাবস্ক্রিপশন এখন বিনামূল্যে পাওয়া যাবে। Apple তাদের ব্যবহারকারীদের তিন মাসের জন্য বিনামূল্যে ট্রায়ালের সুবিধা দিচ্ছে। এছাড়াও, কিছু নির্বাচিত এলিজিবল ডিভাইসের সাথে 6 মাস পর্যন্ত বিনামূল্যে অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। চলুন এই অফারটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

এর আগে অ্যাপল মিউজিকের ট্রায়ালের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছিল, তবে এখন আবারও তিন মাসের ট্রায়ালের সুবিধা দেওয়া হচ্ছে। মিউজিক অ্যাপে গিয়ে সহজেই বিনামূল্যে ট্রায়াল দাবি করা যাবে। এরজন্য iPhone, Mac বা iPad ব্যবহারকারীদের প্রথমে অ্যাপল মিউজিক অ্যাপটি খুলতে হবে এবং তারপরে ট্রায়ালের জন্য আবেদন করতে হবে।

তবে মনে রাখবেন এই ট্রায়াল কেবল এমন ব্যবহারকারীদের দেওয়া হবে যারা এর আগে কখনও অ্যাপল মিউজিক পরিষেবা গ্রহণ করেনি।

এভাবে পুরো 6 মাস ফ্রি Apple Music ব্যবহার করা যাবে

কিছু যোগ্য ব্যবহারকারীদের পুরো ছয় মাসের জন্য অ্যাপল মিউজিক বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তবে এর জন্য একমাত্র শর্ত হল ব্যবহারকারীদের কাছে অবশ্যই যোগ্য এয়ারপডস, বিটস বা হোমপড থাকতে হবে। বাকি ব্যবহারকারীরা তিন মাসের বিনামূল্যে ট্রায়াল পাবেন।

কোন কোন ডিভাইস 6 মাসের জন্য সাবস্ক্রিপশন পাবে

এলিজিবল ডিভাইসের লিস্টের তালিকায় আছে AirPods Pro, Airpods (2nd generation and 3rd generation), HomePod, HomePod Mini, Beats Studio Buds, Powerbeats Pro, Powerbeats, Beats Studio Buds+, Beats Studio Pro, Seats Solo Pro, Beats Fit Pro এবং AirPods Max এর নাম।