অ্যাপল আনছে ফোল্ডিং iPhone? দাম ও ডিজাইন সামনে এল

বিশ্ব স্মার্টফোনের বাজারে ফোল্ডিং ফোনের চাহিদা তুঙ্গে। স্যামসাং থেকে মোটোরোলা ইতিমধ্যেই তাদের ফোল্ডিং ফোন বাজারে এনেছে। এমনকি শাওমি, অপ্পো ও ফোল্ডিং ফোন আনতে পারে বলে খবর। এবার নতুন এক রিপোর্ট অনুযায়ী, iPhone নির্মাতা Apple ও ফোল্ডিং ফোন বাজারে আনতে পারে। জানা গেছে কোম্পানি ফ্লেক্সিবল ডিসপ্লের উপর কাজ করছে। একজন ডিজাইনের অ্যাপলের এই ফোল্ডিং ফোনের সম্ভাব্য ডিজাইন সামনে এনেছে।

যদিও Apple শীঘ্রই এই ফোল্ডিং ফোন বাজারে আনবেনা। কোম্পানি এখন তাদের পরবর্তী সিরিজ iPhone 12 এর উপর কাজ করছে। এই সিরিজে চারটি ফোন থাকবে। আইফোন ১২ সিরিজ সেপ্টেম্বর, অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। এরপর কোম্পানি ফোল্ডিং ফোনের উপর কাজ করতে পারে। অর্থাৎ ফোনটি ২০২১ নাগাদ আসতে পারে।

একটি ইউটিউব অ্যাকাউন্ট iOS Beta News থেকে অ্যাপল ফোল্ডিং ফোনের কাল্পনিক থ্রিডি ছবি সামনে এনেছিল। এই ফোনের নাম দেওয়া হয়েছিল iPhone Flip। এই ছবি দেখে আপনি অ্যাপলের ফোল্ডিং ফোনের ডিজাইন আন্দাজ করতে পারবেন। এই ডিজাইন Samsung Galaxy Z Flip এর মত। ফোনটি মাঝখানে ফোল্ড হয়।

এদিকে toms Guide এর রিপোর্ট অনুযায়ী, যদি কোম্পানি ছোট ও সস্তা ফোল্ডিং ফোন নিয়ে আসে তবে এর দাম শুরু হতে পারে ১,০৯৯ ডলার থেকে, যা প্রায় ৮৩,০০০ টাকার সমান। তবে কোম্পানি যদি গ্যালাক্সি ফোল্ডের মত ডিজাইনে ফোন আনে তাহলে দাম অনেক বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *