স্ট্যাইলিশ লুকের সাথে অক্টবরে বাজারে আসতে পারে Aprilla SXR 160

Aprilla এর প্যারেন্ট কোম্পানী Piaggio সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সংস্থার আসন্ন Aprilla SXR 160 স্কুটারটির একটি টিজার ফটো আপলোড করেছে৷ যা দেখে মনে করা হচ্ছে, একে খুব শীঘ্রই লঞ্চ করা হবে৷ যদিও স্কুটারটি অনেক আগেই ভারতের বাজারে পা রাখার কথা থাকলেও অতিমারীর কারণে সেটি পিছিয়ে যায়।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২০ অটো এক্সপো ইভেন্টে Aprilla তাদের নতুন SXR রেঞ্জের SXR 160 ম্যাক্সি স্কুটারটি উন্মোচন করেছিল। তার পর থেকেই একে নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছিল৷ যেহেতু এর টিজার ফটোও এবার সামনে এসেছে৷ সেক্ষেত্রে, অক্টোবরেই এটি লঞ্চ হওয়ার একটা বড়সড় সম্ভাবনা তৈরি হল৷

Aprilla SXR 160 স্কুটারের লুকের কথায় আসলে, এই ম্যাক্সি স্কুটারটির ডিজাইন এলিমেন্ট এবং বডি গ্রাফিক্স দারুন স্ট্যাইলিশ হবে। স্কুটারটিতে ইংরেজী ‘সি’ আকৃতির এলইডি ডিআরএল সমন্বিত টুইন হেডল্যাম্প ইউনিট দেওয়া হবে। এছাড়া স্কুটারটিতে বড়ো উইন্ডস্ক্রিন এবং ডুয়াল-টোন রেড ও ব্ল্যাক কালার স্কীম থাকবে৷

এই স্কুটারের হুইলবেসটি লম্বা হবে, যার কারণে আরোহী আরামদায়ক আসনে বসে আরও স্বাচ্ছন্দ্যে এটি চালাতে পারবে। স্কুটারটির ফিচারের মধ্যে থাকবে স্টাইলিশ অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক, সিটের নীচে বড়ো স্টোরেজ, ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি প্রভৃতি।

Aprilla SXR 160 ম্যাক্সি স্কুটারের পারফরম্যান্সের কথা বললে, SR 160 মডেলের মতো এটি ১৬০ সিসির ইঞ্জিনের সাথে আসবে। এর পাওয়ার এবং টর্ক আউটপুট ক্ষমতা থাকবে যথাক্রমে ১১ বিএইচপি এবং ১২ এনএম৷

Aprilla SXR 160 লঞ্চ হলে এটি প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে Suzuki Burgman Street 125 স্কুটারকে৷ দামের প্রসঙ্গে আসলে, এর এক্স-শোরুম মূল্য ১.১৫-১.২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে৷