ফ্লিপ ক্যামেরার সাথে আসবে Asus 7, 7 Pro, ফাঁস হল একাধিক তথ্য
তাইওয়ানের কোম্পানি আসুস আগামী ২২ জুলাই ভারতে তাদের নতুন গেমিং ফোন ROG Phone 3 লঞ্চ করবে। ইতিমধ্যেই এই ফোনটিকে...তাইওয়ানের কোম্পানি আসুস আগামী ২২ জুলাই ভারতে তাদের নতুন গেমিং ফোন ROG Phone 3 লঞ্চ করবে। ইতিমধ্যেই এই ফোনটিকে ফ্লিপকার্টে দেখা গেছে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর থাকবে। তবে এর মধ্যে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কোম্পানি তাদের মিড রেঞ্জ ফোনের উপরও কাজ করছে। এই ফোনটি গতবছরে লঞ্চ হওয়া Asus 6Z এর আপগ্রেড ভার্সন হবে। গ্লোবাল মার্কেটে নতুন এই ফোনের নাম হতে পারে Asus Zenfone 7 ।
TNNToday এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানি শীঘ্রই তাদের এবছরের মিড রেঞ্জ ফোন আসুস ৭ লঞ্চ করবে। রিপোর্টে একের অধিক স্মার্টফোনের কথা বলা হয়েছে। অর্থাৎ Asus Zenfone 7 ও 7 Pro নামে দুটি ফোনকে কোম্পানি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে পারে। কয়েকটি রিপোর্ট এই দুই ফোনের নাম Asus 7Z এবং 7Z Pro বলেও দাবি করেছে। যে নামই হোক আসুস এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর দেবে।
রিপোর্টে বলা হয়েছে আসুস ৭ কালো ও সাদা রঙে আসবে। এছাড়াও জানা গেছে এই ফোনের ডিজাইনের সাথে অনেকটাই মিলথাকবে গত বছরে লঞ্চ হাওয়া Asus 6Z এর। এই ফোনেও গতবছরের মত ফ্লিপ ক্যামেরা দেখা যাবে। যেটি সেলফি ক্যামেরা হিসাবেও কাজ করবে। এতে নচ লেস এলসিডি প্যানেল থাকবে। আবার সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 5G কানেক্টিভিটির সাথে আসবে।
এদিকে Asus ROG Phone 3 ফোনটি ২২ জুলাই রাত ৮:১৫ মিনিটে লঞ্চ করা হবে। এই ফোনের লঞ্চ ইভেন্টে কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ থেকে লাইভ দেখতে পাবেন। এই স্মার্টফোন একটি বিশাল বড় ৫৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসছে, যেখানে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।