জেতা যাবে ৭ লক্ষ টাকা পর্যন্ত, ব্যাটেল অফ গডস সিজেন ২ গেমিং ইভেন্টের ঘোষণা করলো Asus

সময়ের সাথে পরিবর্তন এসেছে ভিডিও গেম বা মোবাইল গেমের বিষয়বস্তুেও। এখন তরুণ প্রজন্মের একাংশই মজে আছে বিভিন্ন ব্যাটেল-রয়্যাল গেমে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়েই গেমিংয়ের ব্যবসায় নেমেছে জনপ্রিয় স্মার্টফোন-কম্পিউটার নির্মাতা Asus। চলতি বছরের শুরুর দিকে Asus, তার ROG স্মার্টফোন ইউজারদের জন্য ‘Battle of Gods’ নামের একটি গেম টুর্নামেন্ট নিয়ে এসেছিল। ওই টুর্নামেন্ট সিজনটি ব্যাপক সাড়া পাওয়ায় এবার গেমটির দ্বিতীয় সিজন আনল তাইওয়ানের জনপ্রিয় কোম্পানিটি।

আজ সংস্থার ভারতীয় শাখা ASUS ROG India, ‘Battle of Gods’-এর সিজন-২ এর ঘোষণা করেছে। এই সাপ্তাহিক অনলাইন টুর্নামেন্টটি এমাসের ৬ তারিখ থেকে শুরু হবে এবং অংশগ্রহণকারীদের প্রায় ৭,০০,০০০ টাকা জেতার সুযোগ থাকবে। এই টুর্নামেন্টে কল অফ ডিউটি ​​মোবাইলের 5v5 (অর্থাৎ ৫ জনের টিম) ফর্ম্যাটে অংশগ্রহণ করা যাবে।

আজ থেকে প্রথম সপ্তাহের টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করা যাবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী পরশু অর্থাৎ ৪ঠা নভেম্বর দুপুর ১টা অবধি।
প্রথম সিজনের মতোই, Battle of Gods এর দ্বিতীয় সিজনটিও টানা ১২ সপ্তাহ অর্থাৎ ৩ মাস অবধি চলবে এবং বিজয়ী প্লেয়াররা ফিনালেতে পৌঁছাবেন।

‘ব্যাটেল অফ গডস’ টুর্নামেন্টের লেভেলগুলি হল – ডমিনেশন, ডেথ, সার্চ এবং ডেসট্রয়। প্রতি শুক্রবার, প্লেয়াররা প্রতিযোগিতার নতুন ধাপে এগিয়ে যাবেন। এছাড়া টুর্নামেন্টের ম্যাচগুলি আসুস ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হবে। সপ্তাহের শেষে বিজয়ী প্লেয়াররা ২৫,০০০ টাকা, রানার আপরা ১৫,০০০ টাকা এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা ৫,০০০ টাকা করে পুরষ্কার পাবেন।

মনে করা হচ্ছে, Battle of Gods গেমটি প্রথম সিজনের মতই বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে গৃহবন্দী মানুষকে বিনোদন দিতে সক্ষম হবে।
তবে এই ‘ব্যাটেল অফ গডস’ গেমটি কেবল ভারতের ROG ফোন ইউজারদের জন্যই একচেটিয়াভাবে উপলব্ধ, অর্থাৎ অন্য কোনো ডিভাইসের ইউজাররা এটি খেলতে পারবেননা।