64 জিবি র‌্যাম ও i5 প্রসেসরের সাথে ASUS ভারতে লঞ্চ করল দুটি ডেস্কটপ পিসি, দাম ৩৫ হাজার টাকার কম

ASUS ভারতে লঞ্চ করল দুটি নতুন ডেস্কটপ পিসি, যাদের নাম ExpertCentre D500SD এবং S500SD। এর মধ্যে প্রথমটি মূলত এন্টারপ্রাইজ মার্কেটের জন্য এবং দ্বিতীয়টি কনজিউমারদের ব্যবহারের জন্য আনা হয়েছে। যদিও উভয় ডিভাইসই উন্নত মানের ফিচারে ঠাসা। এছাড়া ১২তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর দ্বারা চালিত ডেস্কটপ দুটিতে উইন্ডোজ হোম অপারেটিং সিস্টেম রান করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন ASUS ExpertCentre D500SD ও S500SD ডেস্কটপ পিসির দাম, ও সম্পূর্ণ স্পেসিফিকেশন।

ASUS ExpertCentre D500SD ও S500SD ডেস্কটপ পিসির দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে আসুস এক্সপার্টসেন্টার ডি৫০০এসডি ও এস৫০০এসডি ডেক্সটপ দুটির দাম শুরু হচ্ছে ৩৪,৭৯০ টাকা থেকে। এর সাথে ক্রেতারা পাবেন তিন বছরের ওয়ারেন্টি। ইতিমধ্যেই ডেক্সটপ দুটি আসুসের নিজস্ব স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

ASUS ExpertCentre D500SD ও S500SD ডেস্কটপ পিসির স্পেসিফিকেশন

নবাগত আসুস এক্সপার্টসেন্টার ডি৫০০এসডি ও এস৫০০এসডি ডেস্কটপ দুটি প্রায় একইরকম ডিজাইনের সাথে আসলেও ফিচারের দিক থেকে দুটির মধ্যে সামান্য তফাৎ রয়েছে। এর মধ্যে ডি৫০০এসডি ডেস্কটপটি মিলিটারি গ্রেড এমআইএল এসটিডি ৮১০এইচ সার্টিফিকেশন যুক্ত। এর থার্মাল ডিজাইনের মধ্যে প্রাইমারি হিটসোর্স হিসেবে রয়েছে নির্দিষ্ট একটি এয়ার চেম্বার। এছাড়া উভয় ডেস্কটপেই থাকছে সংস্থার নিজস্ব মাদারবোর্ড এবং আসুস ৫এক্স প্রোটেকশন থ্রি টেকনোলজি। শুধু তাই নয়, ডেস্কটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ১২তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর। এছাড়া ব্যবহারকারী চাইলে এর সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে এনভিডিয়া জিপিও যুক্ত করতে পারেন। তদুপরি ডেস্কটপ দুটিতে ৬৪ জিবি র‌্যাম উপলব্ধ। তার সাথে থাকছে এসএসডি এবং এইচডিডি স্লট সহ হাইব্রিড স্টোরেজ।

অন্যদিকে ডেস্কটপ দুটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ইউএসবি সি পোর্ট, ইউএসবি ৩.০, ইউএসবি ২.০, এইচডিএমআই, ভিজিএ কানেক্টর, ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.২। উভয় ডিভাইসই উইন্ডোজ হোম অপারেটিং সিস্টেম রান করবে।