১৬ জিবি র‌্যামের সাথে জুলাই মাসে আসবে 5G গেমিং ফোন Asus ROG Phone 3

তাইওয়ানের আসুস ও চীনের Tencent এর যৌথ ভাবে তৈরী স্মার্টফোন Asus ROG Phone 3 সম্পর্কে কিছুদিন আগেই তথ্য ফাঁস হয়েছিল। এমনকি জানা গিয়েছিল ফোনটি জুলাই…

তাইওয়ানের আসুস ও চীনের Tencent এর যৌথ ভাবে তৈরী স্মার্টফোন Asus ROG Phone 3 সম্পর্কে কিছুদিন আগেই তথ্য ফাঁস হয়েছিল। এমনকি জানা গিয়েছিল ফোনটি জুলাই মাসে আসবে। এবার কোম্পানি নিজেই এই ফোনের লঞ্চের তারিখ জানালো। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে আসুস তাদের Weibo পেজে জানিয়েছে যে এই গেমিং ফোনটি জুলাই মাসে লঞ্চ হবে। প্রসঙ্গত আসুস আরওজি ফোন ২ তেও আসুসের সাথে হাত মিলিয়েছিল টেন্সেন্ট, যারা পাবজি গেমের মূল কোম্পানি।

এদিকে Asus ROG Phone 3 কে কিছুদিন আগে সার্টিফিকেশন সাইট TENAA তে দেখা গিয়েছিল। এই ওয়েবসাইটে ফোনের বিশেষ বিশেষ স্পেসিফিকেশনগুলোকেও সামনে আনা হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী, ৫জি সাপোর্টের এই গেমিং স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের সঙ্গে আসতে চলেছে। এর সাথে থাকবে নতুন কুলিং প্রযুক্তি।

Asus ROG phone 3 সম্ভাব্য স্পেসিফিকেশন –

আসুস আরওজি ফোন ৩ গেমিং স্মার্টফোনে থাকবে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট। ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। আপনারা এই স্মার্টফোনে তিনটি র‌্যামের বিকল্প পাবেন- ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি। এছাড়া থাকছে তিনটি ইন্টারনাল স্টোরেজ অপশন- ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি। সিকিউরিটির জন্য এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

এই স্মার্টফোন একটি বিশাল বড় ৫৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসছে, যেখানে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই স্মার্টফোনে আপনারা রিপাবলিক অফ গেমার্সের গেমিং ফিচার পেয়ে যাবেন, যেমন- রিফ্রেশ রেট কন্ট্রোল, পারফরম্যান্স লাইটিং, এবং অরা বুস্ট।

ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। তৃতীয় ক্যামেরাটি কত মেগাপিক্সেলের তা আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি তবে এটি টেলিফটো লেন্স হতে চলেছে। ফোনের সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও এই স্মার্টফোনের দামের ব্যাপারেও কিছু বলা হয়নি। বেঞ্চমার্কিং সাইট AnTuTu তে আসুস আরওজি ফোন ৩ এর স্কোর ৬,৪৬,৩১০, যেটা অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *