Asus ROG Phone 5s, Asus ROG Phone 5s Pro ভারতে 6000mAh ব্যাটারি, ফ্ল্যাগশিপ প্রসেসর, ও দুর্দান্ত ডিসপ্লের সাথে লঞ্চ হল

গেমিং ল্যাপটপের দুনিয়ায় Asus ROG যেমন অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয়, তেমনই Asus ROG Phone গেমিং হ্যান্ডসেটের জগতে একটি সমীহ...
Ananya Sarkar 15 Feb 2022 2:26 PM IST

গেমিং ল্যাপটপের দুনিয়ায় Asus ROG যেমন অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয়, তেমনই Asus ROG Phone গেমিং হ্যান্ডসেটের জগতে একটি সমীহ জাগানো নাম৷ গত বছরের মার্চে আসুস ভারতের বাজারে ROG Phone 5 নিয়ে এসেছিল৷ আর আজ, ১৫ ফেব্রুয়ারি, বুধবার সংস্থাটি এ দেশে লঞ্চ করল তার আপগ্রেড Asus ROG Phone 5s সিরিজ৷ এই লাইনআপে Asus ROG Phone 5s (বেস) এবং Asus ROG Phone 5s Pro (টপ-এন্ড) বলে দু'টি গেমিং স্মার্টফোন এনেছে আসুস৷ দু'টি মডেলেই রয়েছে Qualcomm Snapdragon 888+ প্রসেসর৷, যা গত বছরের Snapdragon 888 ফ্ল্যাগশিপ চিপসেটের ওভারক্লকড ভার্সন৷

Asus ROG Phone 5s (বেস) এবং Asus ROG Phone 5s Pro-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে৷ দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি৷ উল্লেখ্য, ফোনগুলি গত বছরের অগাস্টে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল৷ Asus ROG Phone 5s এবং Asus ROG Phone 5s Pro-এর দাম, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক৷

ভারতে আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো- এর দাম (Asus ROG Phone 5s and ROG Phone 5s Pro Price in India)

দেশের বাজারে আসুস আরওজি ফোন ৫এস-এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা এবং ৫৭,৯৯৯ টাকা। অন্যদিকে,আসুস আরওজি ফোন ৫এস প্রো মডেলটির দাম ৭৯,৯৯৯ টাকা৷ এটি কেবলমাত্র ১৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ৷

১৮ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে গেমিং স্মার্টফোনগুলির সেল শুরু হবে। আসুস আরওজি ফোন ৫এস বেস মডেলটি ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট- এই দুই কালার অপশনে উপলব্ধ তবে আসুস আরওজি ফোন ৫এস প্রো শুধুমাত্র ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনেই পাওয়া যাবে।

আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো- এর স্পেসিফিকেশন (Asus ROG Phone 5s and ROG Phone 5s Pro specifications)

আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো-তে ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪৪৮ পিক্সেল) স্যামসাং AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ২৪ মিলিসেকেন্ড টাচ লেটেন্সি, এইচডিআর১০+ (HDR10+) এবং ১,২০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস অফার করে। নতুন গেমিং স্মার্টফোন দুটিতেই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ২.৫ডি (2.5D) কার্ভড গ্লাস রয়েছে। আবার আসুস আরওজি ফোন ৫এস প্রো- এর ব্যাক প্যানেলে আরওজি ভিশন সহ একটি ছোট PMOLED ডিসপ্লে রয়েছে।

Asus ROG Phone 5s এবং Asus ROG Phone 5s Pro স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে গ্রাফিক্সের জন্য যুক্ত রয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিউ (Adreno 660 GPU)। বেস মডেলটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে, সেখানে 'প্রো' মডেলটি এসেছে সর্বাধিক ১৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ। Asus ROG Phone 5s এবং ROG Phone 5s Pro-তে অ্যান্ড্রয়েড ১১ নির্ভর আরওজি ইউআই (ROG UI) কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা হয়েছে৷

ফটোগ্রাফির জন্য, আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে - এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়া দুটি ফোনেই ডুয়েল ফ্রন্ট স্টেরিও স্পিকারের পাশাপাশি ৩.৫ মিলি হেডফোন জ্যাক রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Asus ROG Phone 5s এবং ROG Phone 5s Pro পেয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি। ফোনগুলির পরিমাপ ১৭২.৮৩x৭৭.২৫x৯.৯ মিমি এবং ওজন ২৩৮ গ্রাম।

আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই৬ সহ ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ওয়াইফাই ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷

Show Full Article
Next Story