ASUS VivoBook Pro 14 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও OLED ডিসপ্লে সহ লঞ্চ হল, জানুন দাম

টেক জায়ান্ট ASUS তাদের VivoBook সিরিজের অধীনে, আপগ্রেডেড ডিজাইন ও হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরী VivoBook Pro 14 নামক একটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। আল্ট্রা থিন বিল্ড এবং লাইটওয়েট এই নোটবুকটি এএমডি (AMD) -এর সর্বশেষতম গেম-সেন্ট্রিক রাইজেন ৫০০০ এইচ (game-centric Ryzen 5000H) সিরিজের প্রসেসর দ্বারা চালিত। এছাড়াও, এতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OLED ডিসপ্লে -এর মতো একাধিক আকর্ষণীয় ফিচার। তাহলে আসুন আসুস ভিভোবুক প্রো ১৪ নোটবুকটির ব্যাপারে বিস্তারে জেনে নেওয়া যাক।

ASUS VivoBook Pro 14 নোটবুক স্পেসিফিকেশন :

অফিস বা ব্যবসার কারণে যারা পোর্টাবল ল্যাপটপ ব্যবহার করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য আসুস -এর ভিভোবুক প্রো ১৪ নোটবুকটি উপযুক্ত। ১.৩৫ কেজি ওজনের ভিভোবুক সিরিজের নব্যতম এই মডেলটি তুলনামূলকভাবে হাল্কা হওয়ায় এটিকে ইউজাররা যেকোনো জায়গায় নিজের সাথে নিয়ে যেতে পারবেন। নোটবুকটি ২,৮৮০ x ১,৮০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ১৪ ইঞ্চির OLED HDR ডিসপ্লে সহযোগে এসেছে। এই ডিসপ্লে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, ৬০০নিট অব্দি স্ক্রিন ব্রাইটনেস, ১০০০০০০:১ পর্যন্ত কনট্রাস্ট রেশিও, ১৬:১০ আসপেক্ট রেশিও, ১০০% DCI-P3 কভারেজ এবং ১ বিলিয়ান কালার, যা স্ক্রিনে উন্নত এবং নিখুঁত মানের রং প্রদর্শন করবে।

প্রসেসরের কথা বললে, ভিভোবুক প্রো ১৪ ল্যাপটপটি, রাইজেন ৫ ৫৬০০এইচ অক্টা-কোর (Ryzen 5 5600H Octa-core) এবং রাইজেন ৭ ৫৮০০এইচ অক্টা-কোর (Ryzen 7 5800H Octa-core) প্রসেসর সহ দুটি ভ্যারিয়েন্টে এসেছে। যার মধ্যে রাইজেন ৭ ৫৮০০এইচ অক্টা-কোর প্রসেসরের ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকছে ৩.২ গিগাহার্টজ থেকে ৪.৪ গিগাহার্টজের মধ্যে। এই দুটি ভ্যারিয়েন্টই, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

আবার ভিভোবুক প্রো সিরিজের নতুন ল্যাপটপে আছে AMD Radeon গ্রাফিক্স কার্ড। এছাড়া, ল্যাপটপটির দুটি ভ্যারিয়েন্টেই ইউজাররা পেয়ে যাচ্ছেন, ১৬ জিবি DDR4 র‌্যাম এবং ৫১২ জিবি PCIe Gen3x4 NVMe M.2 এসএসডি স্টোরেজ। এছাড়া, ভিভোবুক প্রো ১৪ ল্যাপটপে মিউজিক সিস্টেম হিসাবে থাকছে, হারমান কার্ডন (Harman Kardon) দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার, যা এআই ইন্টালিজেন্ট (AI intelligent) ভিত্তিক নয়েজ নিয়ন্ত্রণে সাহায্য করবে। তদুপরি, উৎকর্ষ মানের ডিভাইস পারফরম্যান্সের জন্য ল্যাপটপটিতে, একটি ৪৫ ওয়াট কুলিং সিস্টেমও বর্তমান।

ASUS VivoBook Pro 14 নোটবুকটিতে, একটি ৫০ ওয়াট আওয়ার ক্যাপাসিটিযুক্ত শক্তিশালী ব্যাটারি আছে। এছাড়া, অন্যান্য কনফিগারেশনের মধ্যে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ইউজাররা পাওয়ার বোতামের ঠিক নিচেই পেয়ে যাবেন। ক্যামেরা প্রাইভেসির জন্য রয়েছে ফিজিক্যাল স্লাইডার কভার যুক্ত একটি ওয়েবক্যাম। কানেক্টিভিটি অপশান হিসেবে এই নোটবুকটিতে পাওয়া যাবে, ওয়াই-ফাই ৬ সাপোর্ট, ব্লুটুথ ভি৫.০, দুটি ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ পোর্ট, এইচডিএমআই (HDMI) ১.৪ পোর্ট, একটি মাইক্রোএসডি (MicroSD) কার্ড রিডার এবং একটি হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক।

ASUS VivoBook Pro 14 নোটবুক দাম ও লভ্যতা :

আগেই বলেছি, আসুস ভিভোবুক প্রো ১৪ নোটবুকটি ২টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেক্ষেত্রে, রাইজেন ৫ ৫৬০০এইচ অক্টা-কোর প্রসেসর যুক্ত মডেলটির দাম ধার্য করা হয়েছে, ৪,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৫২,৫০০ টাকা এবং রাইজেন ৭ ৫৮০০এইচ অক্টা-কোর প্রসেসর যুক্ত মডেলটিকে ক্রেতারা ৪,৯৯৯ ইউয়ান বা প্রায় ৫৭,১০০ টাকয় পেয়ে যাবেন। ল্যাপটপটি মেকানিকাল সিলভার কালারে এসেছে। বিশ্ব বাজারে এর উপলব্ধতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন