Rog Phone 5 এর পর Asus আনছে ZenFone 8 সিরিজ, থাকবে প্রিমিয়াম ফিচার

ফেব্রুয়ারিতে ZS590KS ও Z672KS মডেল নম্বরসহ Asus এর দুটি ফোন ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC)-র ছাড়পত্র পেয়েছিল। তারপর ফোনদুটি Asus Zenfone 8 সিরিজের স্মার্টফোন হবে বলে…

ফেব্রুয়ারিতে ZS590KS ও Z672KS মডেল নম্বরসহ Asus এর দুটি ফোন ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC)-র ছাড়পত্র পেয়েছিল। তারপর ফোনদুটি Asus Zenfone 8 সিরিজের স্মার্টফোন হবে বলে জল্পনা চলতে থাকে। Asus Zenfone 8 বলে চর্চায় থাকা এই হ্যান্ডসেট সর্ম্পকে গতকাল ReaMeizu-র টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি তথ্য সামনে এসেছে।

ReaMeizu-র টুইট থেকে জানা গেছে যে, Sake কোডনেমের Asus ZS590KS স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে। সুতারাং এটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে আসবে বলে ধরে নেওয়া যায়৷ আবার এই ফোনটির ডিসপ্লের মডেল নম্বর AMS592YP01। স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে এটি আসলে ৫.৯ ইঞ্চি OLED প্যানেল। স্ক্রিন রেজোলিউশন কনফার্ম না হলেও ReaMeizu-র টুইট বলছে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এছাড়া ফোনে সনি IMX686/IMX663 সেন্সর থাকবে।

https://twitter.com/reameizu/status/1370258853300826121

ReaMeizu তাঁর টুইটে,  PICASSO ও VODKA কোডনেমের আসুসের আরও দুটি ডিভাইসের কথা বলেছে। PICASSO কোডনেমযুক্ত ফোনটির মডেল নম্বর ZS675KW, যা এতে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে থাকার দিকে ইঙ্গিত দিচ্ছে। আবার ফোনটি ২৪ মেগাপিক্সেল OmniVision QV24B1Q সেলফি ক্যামেরা ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এর রিয়ার ক্যামেরা তিনটি হবে — ৬৪ মেগাপিক্সেল সনি IMX686 ক্যামেরা + ১২ মেগাপিক্সেল সনি IMX363 লেন্স + ৮ মেগাপিক্সেল OV08A লেন্স।

প্রসঙ্গত, PICASSO কোডনেমের হ্যান্ডসেট Zenfone 8 সিরিজের অধীনে আসছে কীনা তা স্পষ্ট নয়। তবে ফোনটির রিয়ার ক্যামেরার সাথে Asus Zenfone 7 Pro-র বেশ সাদৃশ্য রয়েছে। তবে এটি যদি শেষপর্যন্ত Zenfone 8 সিরিজের ফোন হয় তাহলে পূর্ববর্তী মডেলের মতো এখানে রোটেটিং ক্যামেরা চোখে পড়বে না।

VODKA কোডনেমের উল্লিখিত আসুসের আরও একটি স্মার্টফোনের ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। তবে টুইট অনুযায়ী, এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। আবার ReaMeizu-র টুইটে ZS673KS মডেল নম্বরের একটি ডিভাইসের উল্লেখ আছে। বলে রাখি এটি ইতিমধ্যে Asus Rog Phone 5 নামে লঞ্চ হয়ে গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন