৫০ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার? আসছে ES1+ (Super Soco CUmini)

ভারতে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে খুব শীঘ্রই নতুন সংস্থার আগমন ঘটছে। অস্ট্রেলিয়ান ইলেকট্রিক মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন গ্রুপ Vmoto ভারতীয় কোম্পানি Bird গ্রুপের সাথে একটি মৌ সাক্ষর করেছে। যার ফলে Bird গ্রুপ ভারত ছাড়াও গ্লোবাল মার্কেটে (চীন বাদে) Super Soco CUmini ও Super Soco Cux ই-স্কুটার সেলস ও মার্কেটিং করতে পারবে। উল্লেখ্য, গতবছর Vmoto টু-হুইলার ব্র্যান্ড Super Soco-র সাথে হাত মিলিয়ে Vmoto Soco নামে একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছিল।

এদিকে ভারতের বার্ড গ্রুপের রিটেল সহ একাধিক শিল্পক্ষেত্রে উপস্থিতি রয়েছে। চুক্তি অনুসারে, ভারতীয় বার্ড গ্রুপ নিউ দিল্লিতে একটি রাইড শেয়ারিং প্রোজেক্টে ট্রায়াল করার জন্য Super Soco CUmini স্কুটারের ২০টি স্যাম্পেল মডেল কিনবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Bird Electric গতবছর অটো এক্সপো ইভেন্টে Super Soco CUx ইলেকট্রিক স্কুটারটি রিব্রান্ডেড করে ES1+ নামে প্রদর্শন করেছিল।

বার্ড ইলেকট্রিক গতবছর জানিয়েছিল, ES1+ প্রথমে দিল্লি-এনসিআর তারপর অন্যান্য শহরে লঞ্চ হবে। ২০২১-এর মাঝামাঝি সময়ে ই-স্কুটারটি লঞ্চ করার পরিকল্পনা ব্যক্ত করলেও তখন কোম্পানি লঞ্চ ডেট নির্দিষ্টভাবে জানায়নি। বার্ড ইলেকট্রিকের ডিরেক্টর অঙ্কুর ভাটিয়া বলেছিলেন, ES1+ বৈদ্যুতিন স্কুটারের দাম এখানে ৫০,০০০ টাকার মধ্যে রাখার চেষ্টা করা হবে।

ES1+ ইলেকট্রিক স্কুটারের ডিজাইনও বেশ আকর্ষণীয়। এতে থাকা এলইডি হেডল্যাম্প, এলইডি টেললাইট, ড্যাশবোর্ডে এলসিডি স্ক্রিন সাথে স্যুইচগিয়ার বেশ প্রিমিয়াম লুক দিয়েছে৷ হার্ডওয়্যার স্পেসিফিকেশনের কথা বললে স্কুটারের দু’দিকেই ডিস্ক ব্রেক রয়েছে। সাসপেনশনের জন্য আছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন রিয়ার স্প্রিং।

ES1+ ইলেকট্রিক স্কুটার ৩Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকে চলে যা প্রায় ৫৫ কিমি-র রাইডিং রেঞ্চ দেয়। এই ব্যাটারি ফুলচার্জ হতে সময় নেয় ৭-৮ ঘন্টা৷ আবার টপ স্পিড ৫৫ কিমি/ঘন্টা। ই-স্কুটারটির ওজন মাত্র ৬২ কেজি, সিট হাইট ৭২০ মিমি, ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিমি।

 হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন