একচার্জে চলবে ৮৫ কিমি, বাজারে এল Ather 450X ইলেকট্রিক স্কুটারের স্পেশাল এডিশন

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Ather Energy আজ তাদের বহুচর্চিত 450X Collector’s Edition Series 1 ইলেকট্রিক স্কুটারের ওপর থেকে পর্দা সরালো। প্রসঙ্গত, এই বছরের গোড়ার দিকেই Ather এই স্পেশাল এডিশান স্কুটারটির ঘোষণা করেছিল। তখন Ather জানিয়েছিল, Ather 450X ইলেকট্রিক স্কুটারটির দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করার আগেই যারা এটি প্রি-বুক করেছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য 450X Collector’s Edition লঞ্চ করা হবে। অর্থাৎ সাধারণ ক্রেতাদের কাছে এটি উপলব্ধ হবে না৷ Ather 45OX স্কুটারটি যারা প্রি-অর্ডার করেছিলেন তারাই এই স্পেশাল এডিশান স্কুটারটি কেনার সুযোগ পাবেন।

450X Collector’s Edition Series 1 গ্লস মেট্যালিক ব্ল্যাক বডি কালারে এসেছে। এরসাথে কয়েকটি লাল দাগও দেখা যাবে। যা বিদ্যমান কালার স্কিমগুলির সাথে একেবারে পৃথক। কসমেটিকের দিক থেকে দেখলে স্কুটারটির প্রধান আকর্ষণীয় বিষয় এর ইনসাইড-আউট ডিজাইন৷ স্কুটারটি রঙিন সচ্ছ (ট্রান্সলুসেন্ট) রিয়ার বডি প্যানেলের সাথে এসেছে৷

উল্লেখ্য, স্কুটারে স্বচ্ছ প্যানেলের ব্যবহার ভারতে এই প্রথম৷ Ether জানিয়েছে, এই ট্রান্সলুসেন্ট রিয়ার বডি প্যানেলে শুধুমাত্র চ্যাসিস দৃশ্যমান হবে, তবে সিটের নিচে বুট স্টোরেজ দেখা যাবেনা।

Series 1 স্কুটার 450X মডেলটির মতো মেকানিক্যাল স্পেসিফিকেশন পেয়েছে৷ স্কুটারটি ৬ কিলোওয়াটের মোটর এবং ২.৯ কিলোওয়টারে লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত৷ এই মোটরের সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক আউটপুট হচ্ছে ৮ বিএইচপি এবং ২৬ এনএম৷ স্কুটারটিতে Eco, Ride, Sport এবং Wrap এই চারটি রাইডিং মোডে আছে। Wrap মোডে চালক স্কুটারের গতি মাত্র ৩.৩ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘন্টা এবং ৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা এক্সেরালেট করতে পারবেন৷ এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা৷ একক চার্জে Wrap মোডে চালালে এর রাইডিং রেঞ্জ ৮৫ কিমি৷

450X স্কুটারের মতো এর ইলেকট্রনিক ফিচারের মধ্যে আছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, অনবোর্ড ডায়াগনস্টিক্স, ম্যাপ নেভিগেশানের জন্য  অ্যান্ড্রয়েড বেসড ওএস, ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটি, এমবেডেড ফোর জি সিমকার্ড। এছাড়া স্কুটারটিতে থাকবে টায়ার প্রেশার মনিটর, রিভার্স ও ফরোয়ার্ড মোডের সাথে পার্ক অ্যাসিস্ট সিস্টেম এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো ফিচার৷

Ather নভেম্বর থেকে বেঙ্গালুরু, চেন্নাই, কোজিকোড, মুম্বই, হায়দরাবাদ, কোচি, কোয়েম্বাটোর, দিল্লি এনসিআর, পুনে, আহমেদাবাদ এবং কলকাতায় Series 1 স্কুটারটির শিপিং শুরু করবে বলে জানিয়েছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, এর প্রথম ব্যাচ ব্ল্যাক প্যানেলের সাথে আসতে চলেছে এবং আগামী বছরের মে মাসে গ্রাহকরা সেটি ট্রান্সলুসেন্ট প্যানেলে আপগ্রেড করতে পারবেন।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

31 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

40 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

56 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

1 hour ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago