Ather Energy-র ইলেকট্রিক স্কুটারের নানা যন্ত্রাংশ ভারতে তৈরি করবে iPhone নির্মাতা Foxconn গোষ্ঠী

ইলেকট্রিক স্কুটারের স্থানীয়করণ বাড়াতে সরবরাহের বরাত নিয়ে আইফোন প্রস্তুতকারী ফক্সকন (Foxconn) গোষ্ঠীর সহযোগী ভারত এফআইএএইচ (Bharat FIH)-এর সাথে গাঁটছড়া বাঁধল Ather Energy। চুক্তি অনুযায়ী, এথারের Ather 450X ও Ather 450 Plus বৈদ্যুতিক স্কুটারের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা উপাদানগুলি তৈরি করবে ভারত এফআইএইচ।

এথার ৪৫০এক্স ও ৪৫০ প্লাস (Ather 450X ও Ather 450 Plus)-এর বিশেষ বিশেষ যন্ত্রাংশ যেমন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS)-এর জন্য প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) অ্যাসেম্বলিং, পেরিফেরাল কন্ট্রোল ইউনিট এবং ড্রাইভ কন্ট্রোল মডিউল তৈরি করবে দেশীয় সংস্থা ভারত এফআইএইচ৷

এই প্রসঙ্গে এথার এনার্জির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তরুণ মেহতা (Tarun Mehta) বলেন, “আমরা আমাদের ইলেকট্রিক স্কুটারের চাহিদা মেটাতে সাপ্লাই চেইন বা উন্নত করার লক্ষ্যে কাজ করছি। আমরা ভারত এফআইএএইচ-এর সাথে জোট বাঁধতে পেরে ভীষণ খুশি, যে জোগান-শৃঙ্খল, উৎপাদন এবং বিশেষ পদ্ধতির মাধ্যমে আমাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।”

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এথার ২৬ হাজারের উতরে ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে৷ তাদের দাবি গত এক বছরে স্কুটারের বিক্রিতে ২০% মান্থ-অন-মান্থ (MoM) বৃদ্ধি ঘটেছে। বর্তমানে ই-স্কুটারের ৯৯% যাতে এ দেশের মাটিতেই নির্মাণ করা যায়, সে দিকেই নজর সংস্থার। এমনকি, হোসুরের কারখানায় বার্ষিক ৪ লক্ষ ইলেকট্রিক স্কুটার নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি, বর্তমানে যার উৎপাদন ক্ষমতা ১.২০ লক্ষ। আবার সমগ্র ভারতে ৫ হাজার ফাস্ট ইলেকট্রিক চার্জার তেরি এথার৷