গাড়ির আদলে ডিজাইন, বিশেষ প্যাকেজে লঞ্চ হল Samsung Galaxy S23 Ultra BMW M এডিশন

স্যামসাং (Samsung) সম্প্রতি তাদের Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ করেছে। এই ডিভাইসগুলি Galaxy S22 সিরিজের তুলনায় বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করেছে। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ লঞ্চের পর প্রতি বছর তাদের স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস ইয়ারবাডগুলির একটি বিশেষ সংস্করণ প্রকাশ করে। আর এখন, সেই প্রথা মেনেই স্যামসাং দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy S23 Ultra BMW M Limited Edition লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে তুলনা করলে, এই স্পেশাল এডিশনের ডিভাইসটির চেহারা এবং অনুভূতিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তবে, এই অতিরিক্ত কাস্টমাইজেশন ডিভাইসটির দাম বাড়িয়ে, এটিকে আরও ব্যয়বহুল করে তুলেছে। আসুন তাহলে Galaxy S23 Ultra BMW M Limited Edition-এর দাম ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বাজারে এল নতুন Samsung Galaxy S23 Ultra BMW M Limited Edition

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা বিএমডাব্লিউ এম লিমিটেড এডিশনটি ১৭,২৭,০০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ১,১২,৮৫০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে তুলনা করলে এর দাম একটু বেশি। এই সীমিত সংস্করণের ফোনটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় বাজারে কেনার জন্য উপলব্ধ থাকবে। স্যামসাং ডিভাইসটির মাত্র ১,০০০টি ইউনিট প্রকাশ করেছে। তাই কেউ যদি ডিভাইসটি কিনতে চান, তাদের যত তাড়াতাড়ি সম্ভব বা স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করতে হবে। এটি একমাত্র ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রার রেগুলার ভ্যারিয়েন্ট এবং বিএমডাব্লিউ এম সংস্করণের হার্ডওয়্যারে কোনও পার্থক্য নেই। ব্র্যান্ডটি শুধুমাত্র প্যাকেজিংয়ে কিছু পরিবর্তন করেছে এবং ডিভাইসটিকে নতুন গুডিজ এবং লুক প্রদান করেছে। বিশেষ সংস্করণের এই ফোনটি একটি বিএমডাব্লিউ গাড়ির ডিজাইনের প্যাকেজিং বক্সের সাথে পাওয়া যাবে। এটি একটি হার্ড কেস সহ প্যাকেজ করা হয়েছে যেটিতে কিডনি গ্রিল এবং জি৮০-এর হুড ডিজাইন রয়েছে।

বিএমডাব্লিউ পারফরম্যান্স অটোমোবাইলের বিভিন্ন যুগের প্রতিনিধিত্বকারী ছয়টি ব্যাজ ফোনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর কোম্পানির ৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য একটি বিএমডাব্লিউ রাউন্ডেলও উন্মোচন করা হয়েছিল। ফোনটিতে একটি বুট অ্যানিমেশন রয়েছে যা আসল বিএমডাব্লিউ এম৩ গাড়ির আদলে তৈরি করা হয়েছে এবং সবকিছু একটি পরিপাটি বাক্সে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও, একটি মিনিয়েচার এয়ার কম্প্রেসার, একটি অ্যানালগ ঘড়ি, একটি সানগ্লাস হোল্ডার, একটি পোস্টার, একটি ফটো বুক, একটি কীচেন এবং মেটালের “উই আর এম” এম্বলেম-এর মতো অ্যাক্সেসরিগুলি Samsung Galaxy S23 Ultra BMW M Limited Edition-এর সাথে পাওয়া যাবে৷ এমনকি, কিছু ভাগ্যবান ক্রেতাদের দক্ষিণ কোরিয়ার ইনচনে অবস্থিত বিএমডাব্লিউ ড্রাইভিং সেন্টারের একটি স্টার্টার প্যাক ভাউচারও দেওয়া হবে, যার সাহায্যে ওই গ্রাহকরা এই ড্রাইভিং স্কুলের একজন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে কীভাবে নিজেদের ড্রাইভিং স্কিল উন্নত করবেন, সে সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শ পেতে পারেন।