Ather Energy: ভারতে দু’বছরের মধ্যেই এক নতুন কীর্তি গড়ল ইলেকট্রিক স্কুটার নির্মাতা এথার এনার্জি

২৫ হাজারতম ইলেকট্রিক স্কুটার বের হল Ather Energy হোসুরের কারখানা থেকে। 450X মডেলের ২৫ হাজার ই-স্কুটার তৈরি করেছে Ather। বুধবার সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়েছে। ২০২০-তে বাজারে আনার দু’বছরের মধ্যে ২৫ হাজার ই-স্কুটার তৈরির মাইলফলক স্পর্শ করার কথা জানিয়েছে Ather।

এথার (Ather)-এর হোসুরের কারখানা থেকে ৪ মার্চ ২৫ হাজার তম 450X মডেলের বৈদ্যুতিক স্কুটারটি বেরিয়েছে। শার্প ডিজাইন এবং স্টাইলিশ লুকের এথার ৪৫০এক্স (Ather 450X)-এ রয়েছে ২.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা এর ইলেকট্রিক মোটর থেকে ৮ বিএইচপি শক্তি এবং ২৬ এনএম টর্ক পেতে সহায়তা করে। উল্লেখ্য, Ather 450-এর তুলনায় 450X-এর পাওয়ার এবং টর্কের আউটপুট অনেকাংশেই বেশি।

মজার বিষয় হল Ather 450X-তে চারটি রাইডিং মোড উপলব্ধ – ইকো, রাইড, স্পোর্ট এবং র‍্যাপ। আবার র‍্যাপ মোডে স্কুটারটি থেকে ২৬ এনএম টর্কের পুরোদস্তুর আউটপুট পাওয়া যায়। সংস্থার তরফে দাবি, 450X-এ ৩.৩ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তোলা যায়, আবার ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ওঠাতে এতে সময় লাগে ৬.৫ সেকেন্ড। একবার সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ৮৫ কিমি (ইকো মোড)। তবে রাইড এবং র‍্যাপ মোডে চললে এর রেঞ্জ যথাক্রমে ৭৫ ও ৫০ কিলোমিটারে নেমে আসে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, আগামীতে ইলেকট্রিক স্কুটারের উৎপাদনের গতি আরও বাড়াতে চলেছে Ather Energy। পরবর্তী কয়েক বছরে 450X মডেলটির বার্ষিক উৎপাদন সংখ্যা ৪ লক্ষে নিয়ে যাওয়ার জন্য কোমর বেঁধেছে তারা। এমনকি আগামী তিন বছরের মধ্যে সেই সংখ্যাটি ১০ লক্ষেও নিয়ে যেতে পারে Ather।