Atumobile AtumVader বনাম Revolt RV400: দুই দেশী ইলেকট্রিক বাইকের লড়াইয়ে এগিয়ে কে, কোনটা নিলে বেশি ফায়দা

দেশে ইলেকট্রিক স্কুটারের সংখ্যা অগণিত হলেও সেই তুলনায় ব্যাটারিতে চলা মোটরসাইকেলের সংখ্যা নগণ্য। তবে গ্রাহকদের চাহিদা বুঝে হালে ই-বাইক নিয়ে হাজির হচ্ছে নানা সংস্থা। যেমন হায়দরাবাদের স্টার্টআপ Atumobile গত মাসে AtumVader লঞ্চ করেছে। সংস্থার দাবি, ভারতের প্রথম ক্যাফে রেসার স্টাইলের বৈদ্যুতিক বাইক এটি। অন্য দিকে, ভারতের জনপ্রিয়তম ই-বাইকের প্রসঙ্গে উঠলেই সবার প্রথমে আসবে Revolt RV400-এর নাম৷ ২০১৯ সালে লঞ্চ হওয়া এই বৈদ্যুতিক দু’চাকা দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ইলেকট্রিক মোটরসাইকেল।

আজকের প্রতিবেদন উক্ত দুই ব্যাটারি চালিত বাইকের মডেল ঘিরে। তার মধ্যে একটি ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। এবং অপরটির এখনও তার করিশ্মা দেখানো বাকি। কিন্তু এদের যদি ডিজাইন, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির তুলনা করা হয়, তাহলে কে এগিয়ে থাকবে‌। নীচে সে বিষযের উপরেই তুলনা রইল।

AtumVader বনাম Revolt RV400 ডিজাইন

AtumVader রেট্রো ডিজাইন, গোলাকৃতি হেডলাইট,  একটি মাত্র টানা সিটের সামনে রয়েছে কার্ভড ফুয়েল ট্যাংকের ন্যায় কাঠামো। খুব কম পরিমাণ বডি প্যানেল দেওয়ার ফলে এর ওজন মাত্র ৯৬ কেজি (কার্ব)। পেট্রল চালিত বাইকে যেখানে ইঞ্জিনে থাকে, সেখানেই রয়েছে ব্যাটারি প্যাক। অন্য দিকে, Revolt RV400-এর ডিজাইন অনেক বেশি স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ। শার্প বডি প্যানেলের ফলে এর স্টাইল আরবান স্ট্রিট ফাইটারের মতো। বাইকটির বডি প্যানেল অনেক বেশি কম্প্যাক্ট, ক্লিন এবং ভবিষ্যতের কথা ভেবে বানানো। সামনে রয়েছে ডায়মন্ড শেপের এলইডি হেডলাইট ও ডিআরএল। স্পোর্টি আবেদন বাড়ানোর জন্য পিছনের সিট খানিকটা উপরে তোলা‌।

AtumVader বনাম Revolt RV400 স্পেসিফিকেশন

AtumVader-কে ছোটার জন্য শক্তি যোগায় ১.৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর, যা ১০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে রয়েছে ২.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যা একবার সম্পূর্ণ চার্জে ১০০ কিমি (৩৫কিমি/ঘণ্টা গতিতে) পর্যন্ত চলতে সক্ষম। টপ স্পিড ঘন্টায় ৬৫ কিমি। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ৫-৬ ঘণ্টা।

অপর হাতে, Revolt RV400-তে ৩ কিলোওয়াট মোটর শক্তি যোগায়। এতে রয়েছে ৩.২৪ কিলোওয়াট আওয়ারের বদলযোগ্য লিথিয়াম ব্যাটারি। সর্বোচ্চ গতি ঘন্টায় ৮৫ কিমি‌। আর ইকো মোডে একটানা ১৫০ কিমি চালানো যায়। তবে টপ স্পিডে কেবল ৮০ কিমি চলে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় নেয়‌।।

AtumVader বনাম Revolt RV400 হার্ডওয়্যার

সাসপেনশনের জন্য AtumVader-এর সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়েল শক অ্যাবজর্ভার বর্তমান। আর RV400-এ আরামদায়ক অনুভূতির জন্য সামনে প্রিমিয়াম কোয়ালিটির ৩৭ মিমি ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। RV 400-এর উভয় চাকায় কম্বাইন্ড বেকিং সিস্টেম যুক্ত ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যদিও AtumVader-এ দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। দুটি বাইকেই ১৭ ইঞ্চির চাকা থাকলেও RV400 অ্যালয় হুইল এবং AtumVade স্পোক যুক্ত চাকা পেয়েছে।

AtumVader বনাম Revolt RV400 ফিচার্স

AtumVader-এ সংযুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে স্পিড, ব্যাটারির তাপমাত্রা, রেঞ্জ এবং ব্যাটারির অবশিষ্ট চার্জ সম্পর্কে জানা যায়। এই বাইকে রয়েছে ১৪ লিটারের বুট স্পেস। ফিচারের নিরিখে অবশ্য অনেকাংশে এগিয়ে RV400। স্মার্টফোন কানেক্টিভিটিযুক্ত এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এতে দেওয়া হয়েছে যা অন বোর্ড ডায়াগোনস্টিক এবং ওভার-দ্য-এয়ার-এয়ার আপডেট সাপোর্ট করে। রিভল্টের অ্যাপের সাথে কানেক্ট করলে রাইডিং হিস্ট্রি, ব্যাটারির স্বাস্থ্য, রেঞ্জ এবং নিকটবর্তী ব্যাটারি বদলের স্টেশনের অবস্থান পাওয়া যায়। চাবি ছাড়াই স্টার্ট করার অপশন দেওয়া হয়েছে। এছাড়াও এতে এক ধরনের স্পিকার রয়েছে, যা দিয়ে সাধারণ বাইকের এগজস্ট পাইপের ন্যায় কৃত্রিম শব্দ বের হয়।

AtumVader বনাম Revolt RV400 দাম

AtumVader-এর এক্স শোরুম মূল্য ৯৯,৯৯৯ টাকা। তবে স্পেসিফিকেশন, ফিচার্স তথা স্টাইলিং অনেক উন্নত হওয়ার কারণে RV 400-এর দাম বেশি। সাবসিডি যোগ করে এক্স-শোরুম দাম ১,১৬,২৯৯ টাকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

30 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago