খবরদার এই ফোন নম্বরগুলি থেকে SMS বা কল এলে জবাব দেবেন না, সতর্ক করল পুলিশ

দেশে সাইবার জালিয়াতির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একের পর এক ছক কষে সাধারণ মানুষকে নিত্যনতুন উপায়ে নাস্তানাবুদ ও প্রতারিত করে হ্যাকাররা ক্রমাগত নিজেদের স্বার্থসিদ্ধি করে চলেছে। হ্যাকিংয়ের জন্য জনসাধারণকে টার্গেট করার লক্ষ্যে হ্যাকারদের মূল অস্ত্র হল ভুয়ো ফোন বা SMS। তাই জনসচেতনতা বাড়াতে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বর সম্পর্কে আপামর জনগণকে সতর্ক করল, যেগুলি হ্যাকাররা মানুষকে প্রতারিত করার জন্য ব্যবহার করছে।

DCP সাইবার ক্রাইম তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে এই SMS-গুলির স্ক্রিনশট শেয়ার করেছেন। টুইটে বলা হয়েছে যে, এই জাল ফোন নম্বরগুলি থেকে SMS করে হ্যাকাররা সাধারণ মানুষকে জানাচ্ছে যে, KYC-তে কিছু সমস্যা দেখা দেওয়ার দরুণ তাদের SIM ব্লক করা হতে পারে। এবং এই SIM ব্লক রুখতে ইউজারকে একটি নির্দিষ্ট নম্বরে কল করতে বলা হচ্ছে। টুইটে শেয়ার করা ভুয়ো ফোন নম্বরগুলি হল ৭৪৭৭৩৬৩৮০৪, ৭৮১৫০৫৯৫৩১, ৭৬০৪০১৫৪৭১, ৭৪৭৮৩৮৮২৮৭, ৯০০৭৯৪১৩৮৭, এবং ৭০৬৩৬৫৮২২৭। সাইবার ক্রাইম ডিভিশন থেকে সতর্ক করে বলা হয়েছে, এই জাতীয় জাল নম্বরগুলিতে কখনও কল করবেন না; হ্যাকারদের নির্দেশনায় কখনোই কোনও অ্যাপ ডাউনলোড করবেন না, এমনকি নিশ্চিত না হয়ে কখনোই কোনো অজানা সোর্সে কোনও পেমেন্ট খবরদার করবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি Airtel-এর সিইও গোপাল ভিট্টালও সাইবার জালিয়াতি সম্পর্কে সংস্থার গ্রাহকদের সতর্ক করেছেন। একটি ইমেইল আউটরিচে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে করোনার দ্বিতীয় ঢেউ এবং লকডাউনের ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে অনলাইন লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সাইবার জালিয়াতিও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ভিট্টাল বিভিন্ন রকমের সাইবার জালিয়াতির বিশদ বিবরণ উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল e-KYC কেলেঙ্কারি। এই ধরনের স্ক্যামে যা ঘটে তা হল, কোনও ব্যক্তি Airtel এর আধিকারিক দাবি করে কাস্টমারের Know Your Customer (KYC) স্ট্যাটাস জানার জন্য ফোন করে বা একটি SMS পাঠায়। তারপর ইউজারকে সংশ্লিষ্ট কার্যাবলী ভেরিফিকেশনের জন্য Google Play store থেকে Airtel Quick Support অ্যাপটি ইনস্টল করার জন্য অনুরোধ করা হয়।

যারা জানেন না তাদের বলে রাখি, Airtel Quick Support নামে কোনও অফিসিয়াল এয়ারটেল অ্যাপ নেই। ইউজার এটি ইনস্টল করার চেষ্টা করলে, তাদের TeamViewer Quick Support অ্যাপে পুনঃনির্দেশিত (redirected) করা হয়। TeamViewer Quick Support একটি লেজিট রিমোট ডেস্কটপ শেয়ারিং অ্যাপ্লিকেশন, যার সাহায্যে হ্যাকাররা দূর থেকেই ইউজারের অ্যাকাউন্ট সহ তার ডিভাইস অ্যাক্সেস করতে সক্ষম হয়। দূর থেকেই কোনো ডেস্কটপ অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ইউজারের মোবাইল স্ক্রিনের অ্যাক্সেস পেয়ে যায়। ফলে ইউজার মোবাইলে যা দেখছেন বা টাইপ করছেন, তা হ্যাকাররাও দেখতে পায়। ফলে খুব সহজেই স্ক্যামাররা UPI পিন সহ ইউজারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন