Categories: Tech News

দেশে Pulsar সহ Bajaj এর বাইক বিক্রি বাড়ল অনেকটা, তবে রপ্তানিতে লাগাতার পতনে চিন্তা

বছরের দ্বিতীয় মাসে রপ্তানিতে মন্দার কারণে গাড়ি বিক্রিতে পতন দেখল বাজাজ অটো (Bajaj Auto)। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-এর ফেব্রুয়ারিতে ২,৮০,২২৬ ইউনিট দু’চাকা ও তিন চাকা গাড়ি বিক্রি করতে পেরেছে দেশীয় সংস্থাটি। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৩,১৬,০২০ ইউনিট। ফলে গত মাসের বিক্রিতে ১১% কমতি নজরে পড়েছে। তবে গত মাসে ভারতের বাজারে বিক্রি আশা জুগিয়েছে বাজাজকে।

ভারতে Bajaj-এর বিক্রি বাড়লেও রপ্তানিতে ভাটা

ফেব্রুয়ারিতে বাজাজ মোট ১,৫৩,২৯১ ভারতীয়র হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওইসময়ে বেচাকেনার সংখ্যা ছিল ১,১২,৭৪৭ ইউনিট। ফলে বিক্রিতে ৩৬% উত্থান ঘটেছে। গত মাসে ১,২৬,৯৪৫ ইউনিট যানবাহন রপ্তানি করতে পেরেছে বাজাজ। যেখানে এক বছর আগে এর পরিমাণ ছিল ২,০৩,২৭৩। ফলে রপ্তানিতেও ৩৮% ভাটার সাক্ষী থেকেছে তারা।

Bajaj-এর টু-হুইলার বিক্রিতে অগ্রগতি

বাজাজ গত মাসে ভারতে দু’চাকা গাড়ির মোট ১,২০,৩৩৫ ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে ২০২২-এর ফেব্রুয়ারিতে টু-হুইলার বিক্রি হয়েছিল ৯৬,৫২৩ ইউনিট। ফলে গত মাসের বিক্রিতে বৃদ্ধি ঘটেছে ২৫%। এদিকে আগের মাসে বাজাজের মোট ১,১৫,০২১ ইউনিট টু-হুইলার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। এক বছর আগে এর পরিমাণ ১,৮২,৮১৪ থাকায় গত মাসের রপ্তানিতে ৩৭% পতন ঘটেছে।

সব মিলিয়ে বাজাজের টু-হুইলারের বিক্রি গত বছরের একই সময়ে ২,৭৯,৩৩৭ থেকে কমে ফেব্রুয়ারিতে ২,৩৫,৩৫৬ ইউনিট হয়েছে। তবে বাণিজ্যিক গাড়ির বিক্রি ৩৬,৬৮৩ থেকে ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৪,৮৭০ ইউনিট।

প্রসঙ্গত, বিক্রিতে জোয়ার আনতে Pulsar 220F নতুন অবতারের ফিরিয়ে আনতে চলেছে বাজাজ। তবে বাইকটিতে নয়া নির্গমন বিধি ওবিডি-২ চালিত ইঞ্জিন ছাড়া বিশেষ কোনো আপডেট দেওয়া হয় না বলেই অনুমান। এর ২২০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টটেড, এয়ার কুল্ড মোটর থেকে ৮,৫০০ আরবিএম গতিতে ২০.৮ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ১৮.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। আগের মতোই ফাইভ-স্পিড গিয়ারবক্স সহ আসবে বাইকটি।

Subhadip Dasgupta

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

15 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

23 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

52 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago