Bajaj Auto: দু’চাকা গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল বাজাজ, মার্চ হতাশ করলেও 2021-22 অর্থবর্ষে বিক্রিবাটা বাড়ল

মার্চেও বিক্রিতে পতন অব্যাহত থাকল বাজাজ অটো (Bajaj Auto)-র। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২১-এর মার্চের তুলনায় গত মাসে বিক্রয় ২০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ২০২২-এর মার্চে…

মার্চেও বিক্রিতে পতন অব্যাহত থাকল বাজাজ অটো (Bajaj Auto)-র। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২১-এর মার্চের তুলনায় গত মাসে বিক্রয় ২০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ২০২২-এর মার্চে দু’চাকা ও বাণিজ্যিক গাড়ি ধরে ২,৯৭,১৮৮ ইউনিট বেচেছে বাজাজ। গত বছর একই সময়ে সংস্থার ৩,৬৯,৪৪৮টি গাড়ি বিক্রি হয়েছিল। অন্য দিকে, গত মাসে সংস্থার দু’চাকা গাড়ির বিক্রিবাটা ২২ শতাংশ কমে ২,৫৬,৩২৪ ইউনিটে এসে দাঁড়িয়েছে।

তবে ২০২১-২২ অর্থবর্ষে বাজাজের বিক্রিতে ৮ শতাংশ উত্থান ঘটেছে। এই সময়ের মধ্যে বাজাজের ৪৩,০৮,৪৩৩টি গাড়ি বিক্রি হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যা ছিল ৩৯,৭২,৯১৪। অন্য দিকে, গত মাসে দেশ ও বিদেশের বাজার মিলিয়ে বাজাজের দু’চাকা গাড়ি বিক্রি ২০২১-এর মার্চের তুলনায় ২২ শতাংশ কমে ২,৫৬,৩২৪ ইউনিটে এসে দাঁড়িয়েছে।

মার্চে ভারতের বাজারে বাজাজের ১,০৭,০৮১ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, গত বছরের একই সময়ে বিক্রয়ের পরিমাণ ছিল ১,৪৯, ২৪৩টি‌। তবে গত মাসে কর্মাশিয়াল ভেহিকেলের বিক্রিতে ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যক্ষ করেছে বাজাজ। এই ধরনের গাড়ির ৪০,৮৮৪ ইউনিট বেচেছে তারা।

প্রসঙ্গত, সম্প্রতি ডিলারশিপে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদার জায়গায় নতুন কালো রঙের নতুন হুইলের সাথে Bajaj Dominar 250 ট্যুরিং মোটরসাইকেল এবং Bajaj Pulsar NS160 নেকেড বাইকের ছবি সামনে এসেছে। আসলে সাদা বলে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়৷ বারবার পরিস্কার করতে হয়। এমনই সব অভিযোগের ভিত্তিতে সরাসরি ভোক্তাদের মতামত নিয়ে কালো রঙের চাকা ফেরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আপডেটেড মডেল দু’টি কবে অফিসিয়ালি লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।