Bajaj Avenger: বাজাজের সবচেয়ে পাওয়ারফুল ক্রুজার বাইকের দাম প্রায় হাজার টাকা বাড়ল

Dominar রেঞ্জ ও Pulsar 250 সিরিজের পাশাপাশি Avenger ক্রুজার মোটরসাইকেলের দাম বাড়ানোর কথা জানাল Bajaj Auto। সংস্থার Avenger Cruise 220 মডেলের মূল্য ৯৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রুজার বাইকটি কেনার জন্য এখন থেকে ১,৩৩,৬১৩ টাকা (এভারেজ এক্স-শোরুম) খরচ হবে।

Avenger Cruise 220-এ রয়েছে একটি ২২০ সিসির ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন, যার আউটপুট ১৮.৭৬ এইচপি ও ১৭.৫ এনএম। ক্রুজার মোটরসাইকেলটির ফিচারগুলির মধ্যে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিস্ক ব্রেক, ও সিঙ্গেল চ্যানেল এবিএস উল্লেখযোগ্য।

অন্য দিকে, সংস্থার ট্যুরিং মোটরসাইকেল Dominar 250 ও Dominar 400-এর দাম যথাক্রমে পাঁচ হাজার ও চার হাজার টাকা বেড়েছে। ফলে এখন বেবি ডমিনার নামে পরিচিত Dominar 250 এর জন্য ব্যয় হবে ১.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর Dominar 400-এর নতুন মূল্য ২.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে Dominar 400-এর আপডেটেড মডেল ভারতে লঞ্চ হয়েছে।

Pulsar 250 এর মূল্যবৃদ্ধির প্রসঙ্গে আসলে, নেকেড N250 সেমি-ফেয়ার্ড F250 ও এর দাম যথাক্রমে ১,১১৭ টাকা ও ৯১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এক্স-শোরুমের প্রাইস ধরলে ২৫০ সিসির পালসার মডেলগুলির জন্য এখন থেকে খরচ হবে যথাক্রমে ১,৩৯,১১৭ টাকা ও ১,৪০,৯১৫ টাকা।