Xiaomi 14 Ultra: শাওমির সবচেয়ে শক্তিশালী ফোনের ক্যামেরা, ব্যাটারি, ও চার্জিং স্পিড লিক হয়ে গেল

গত নভেম্বরে শাওমির সবচেয়ে ফ্ল্যাগশিপ শক্তিশালী স্মার্টফোন, Xiaomi 14 এবং Xiaomi 14 Pro লঞ্চ হয়েছে। আবার এই সিরিজের টপ-এন্ড তথা সবথেকে প্রিমিয়াম মডেল হিসাবে Xiaomi 14 Ultra খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। যার সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। এবার শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে তথ্য সামনে এসেছে।

Xiaomi 14 Ultra-এর ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে শাওমি ১৪ আল্ট্রা-র স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, আসন্ন স্মার্টফোনটিতে এফ/১.৬৩ অ্যাপারচারের সাথে সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর থাকবে যা এফ/৪.৩ ± ফুল ফ্রেম অ্যাপারচারের সমতুল্য।

অর্থাৎ, শাওমি ১৪ আল্ট্রা তার পূর্বসূরির চেয়ে বেশি আলো গ্রহণ করতে সক্ষম হবে। হ্যান্ডসেটটি বিভিন্ন ফোকাল লেন্থের চারটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অফার করবে বলে মনে করা হচ্ছে। এর আগে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন, ‘ভেন্টি’ কোডনেমের একটি ফোনে শক্তিশালী ৫,১৮০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এখন সেটি Xiaomi 14 Ultra বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক রিপোর্টে, ফোনটিতে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে উল্লেখ থাকলেও, নয়া রিপোর্ট ৫,১৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির দিকে ইঙ্গিত করেছে। Xiaomi 14 Ultra আগামী বছর এপ্রিল মাস নাগাদ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা Vivo X100 Ultra-এর লঞ্চ টাইমলাইনের সাথে মেলে।