Bajaj Chetak: বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার এই রাজ্যে বিক্রির নতুন মাইলস্টোন পার করল

বাজাজ চেতক (Bajaj Chetak) ইলেকট্রিক স্কুটারের বিক্রি নয়া মাইলফলক স্পর্শ করল। সংস্থাটি মহারাষ্ট্রে ৫ হাজারের বেশি চেতক বিক্রি করেছে বলে দাবি করল। বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, মুম্বাই, নাগপুর, নাসিক এবং পুণেতে বাজাজ চেতক উপলব্ধ।

মহারাষ্ট্র ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশ, দিল্লি, গোয়া, দামন ও দিউ, গুজরাত, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বাজাজ চেতক কেনা যায়। আবার এ বছরের শুরুর দিকে দেশের ১২টি নতুন শহরে বাজাজ চেতক লঞ্চের ঘোষণা করা হয়েছিল৷ শহরগুলির মধ্যে রয়েছে কোয়েম্বাটুর, মাদুরাই, কোচি, কোঝিকোড়, হুবলি, বিশাখাপত্তনম, নাসিক, বাসাই, সুরাট, দিল্লি, মুম্বাই এবং মাপুসা।

Bajaj Chetak আরবানে এবং প্রিমিয়াম ভ্যারিয়েন্টে উপলব্ধ। যান্ত্রিক দিক থেকে দুটিই মডেলই এক। এতে ৩.৮ কিলোওয়াট মোটর ৩ কিলোওয়াট আওয়ার আইপি৬৭ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। চলতি বছরেই চেতকের আপডেটেড ভার্সন ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

গত বছর বাজাজ বৈদ্যুতিক স্কুটারের জন্য ৩০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল। স্কুটার তৈরির কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এই প্রসঙ্গে সংস্থার কার্যনির্বাহী আধিকারিক রাকেশ শর্মা বলেন, “পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মানের কারণে ভরসাযোগ্য পণ্যের সাফল্য পেয়েছে চেতক। সংস্থার বিক্রি এবং পরিষেবার নেটওয়ার্ক বৈদ্যুতিক স্কুটারের প্রসঙ্গে গ্রাহকদের উদ্বেগ কমিয়েছে। চাহিদা বৃদ্ধির কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চেতকের নেটওয়ার্ক দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”