চাকা পিছলাবে না, হ্যান্ডলিং হবে দারুণ, Pulsar NS160 ও NS200 জীবনের শ্রেষ্ঠ আপডেট পেল

তীব্র প্রতিযোগিতার ফলে আলগা হচ্ছিল রাশ। বাজারে প্রতিপক্ষ মডেলগুলি একের পর এক আপডেট পেয়ে ফিচারে বলীয়ান হওয়ার ফলে চিন্তা বাড়ছিল Bajaj এর। তাই অবশেষে Pulsar…

তীব্র প্রতিযোগিতার ফলে আলগা হচ্ছিল রাশ। বাজারে প্রতিপক্ষ মডেলগুলি একের পর এক আপডেট পেয়ে ফিচারে বলীয়ান হওয়ার ফলে চিন্তা বাড়ছিল Bajaj এর। তাই অবশেষে Pulsar N160 ও Pulsar 200 নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ করল সংস্থা। বস্তুত, বাজারে আসার পর এই প্রথম এত বড় আপডেট পেল নেকেড স্ট্রিটফাইটার বাইক দু’টি।

2023 Pulsar NS160 ও NS200-এর দাম

নয়া Pulsar NS160, NS200-এর দাম যথাক্রমে ১,৩৪,৬৭৫ টাকা ও ১,৪৭,৩৪৭ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আগের মডেলের তুলনায় মূল্য যথাক্রমে ৯,৬৫১ টাকা ও ৬,৬৮১ টাকা বৃদ্ধি পেয়েছে।

2023 Pulsar NS160 ও NS200: হার্ডওয়্যার

পালসার এনএস১৬০ ও এনএস২০০-এ নতুন ফিচার হিসাবে টেলিস্কোপিক ফর্কের জায়গায় দেওয়া হয়েছে ৩৩ মিমি আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক। পেটাল ডিস্ক ব্রেক এবং বাইবার ক্যালিপার-এর বদলে এতে দেওয়া হয়েছে সার্কুলার ডিস্ক এবং গ্রিমেকা ক্যালিপার। সামনের ডিস্ক-এর মাপ ২৬০ মিমি থেকে বাড়িয়ে ৩০০ মিমি করা হয়েছে। আবার স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম)। আগে যা ছিল সিঙ্গেল চ্যানেল।

2023 Pulsar NS160 ও NS200: ইঞ্জিন

Pulsar NS160-তে উপস্থিত একটি ১৬০.৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ওবিডি-২ নির্গমন বিধি এবং ই২০ ফুয়েল রেডি। এটি থেকে ১৭.২ পিএস শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে ৫-স্পিড গিয়ারবক্স। অন্যদিকে Pulsar NS200-এ দেওয়া হয়েছে একটি ১৯৯ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৪.৫ পিএস শক্তি এবং ১৮.৫ এনএম টর্ক পাওয়া যাবে।

2023 Pulsar NS160 ও NS200: ফিচার্স

মোটরসাইকেলটি নতুন ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের উপর ভিত্তি করে ছুটবে। সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১০০/৮০ ও ১৩০/৭০ সেকশন এমআরএফ নাইলোগ্রিপ জ্যাপার টায়ার। মোটরসাইকেলটির ওজন বেড়ে হয়েছে ১৫২ কেজি।

ফিচার হিসেবে দেওয়া হয়েছে আপডেটেড সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। যেখানে গিয়ার পজিশন সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে। তবে স্মার্টফোন কানেক্টিভিটি এবং নেভিগেশন বৈশিষ্ট্য অনুপস্থিত এতে। উল্লেখ্য,পালসার এনএস১৬০ এখন ১ কেজি ভারী হলেও, এনএস ২০০ মডেলের ওজন ৩ কেজি কমেছে।