Bajaj ব্যবহারকারীদের কাছ থেকে মতামত নিয়ে Pulsar NS160 বাইকে নতুন আপডেট দিল

বাজাজ তাদের বাইকে কখন কী আপডেট দেবে, তা সত্যিই বলা মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রেই সেই আপডেটগুলি হয় গৌণ। যে কারণে ফলাও করে সংস্থার কিছু বলার থাকে না। বাজাজ সম্প্রতি তাদের Pulsar F250 মডেলটি নীল রঙে হাজির করেছিল। এবার তারা নতুন ব্ল্যাক হুইলের সাথে Pulsar NS160 নিয়ে এল।

অটোহলিক মনীশ নামে পরিচিত এক ইউটিউবার কালো চাকাযুক্ত Bajaj Pulsar NS160 এর মেটালিক পার্ল হোয়াইট কালার অপশনের একটি ভিডিও প্রকাশ করেছেন। এই কালার স্কিম ছাড়া Pulsar NS160 বার্নট রেড এবং পিউটার গ্রে পেইন্ট অপশনে উপলব্ধ। পূর্বে প্রতিটি কালার ভ্যারিয়েন্টে সাদা রঙের অ্যালয় হুইলে উপস্থিত ছিল।

সার্বিকভাবে রঙ পছন্দ হলেও চাকার বর্ণ নিয়ে আপত্তি ছিল অনেকের৷ সাদা বলে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়৷ বারবার পরিস্কার করতে হয়৷ এমনই সব অভিযোগ। এবার সরাসরি ভোক্তাদের মতামত নিয়ে কালো রঙের চাকা ফেরাল বাজাজ। পরিবর্তন বলতে শুধু এটাই। নতুন দাম জানা না গেলেও আগের থেকে ৫০০ বা ১,০০০ টাকা বেশি খরচ হবে বলে অনুমান।

উল্লেখ্য, Pulsar NS160 নেকেড মোটরসাইকেলে রয়েছে একটি ১৬০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন, যা ১৫.৩ বিএইচপি পাওয়ার এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। সাসপেনশনের জন্য বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে গ্যাস-চার্জড মনোশক বর্তমান। এছাড়া, দু’দিকে সিঙ্গেল ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন