Battlegrounds Mobile India: লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই ৫০ মিলিয়ন ডাউনলোড ছুঁইছুঁই, শীঘ্রই আসছে iOS ভার্সন

Published on:

প্রকাশ্যে আসার মাত্র এক মাসের মধ্যেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) বা সংক্ষেপে বিজিএমআই (BGMI) গেমটি ৫০ মিলিয়ন ডাউনলোডের নজির গড়তে চলেছে! খুব স্বাভাবিকভাবেই বিপুল সাফল্যের মুখে দাঁড়িয়ে গেমের প্রস্তুতকারক সংস্থা ক্রাফ্টন (Krafton) যারপরনাই আনন্দিত। সাফল্যের আনন্দকে দ্বিগুণ করতে তারা সমস্ত খুশি গেম ডাউনলোডকারীদের সাথে ভাগ করে নিতে আগ্রহী। সেজন্য ৫০ মিলিয়ন ডাউনলোড পূর্তির প্রতি পদক্ষেপে তারা বিজিএমআই গেমারদের পুরস্কৃত করতে চলেছে। আপাতত ৪৭ মিলিয়নের বেশী সংখ্যক মানুষ গেমটি ডাউনলোড করেছেন। আগামী কিছুদিনের মধ্যেই এই সংখ্যা ৫০ মিলিয়ন স্পর্শ করবে বলে গেমের নির্মাতারা আশা করছেন।

৫০ মিলিয়ন ডাউনলোডে রিওয়ার্ড ঘোষণা Battlegrounds Mobile India-র

একটি ব্লগ পোস্টে গেমের ডেভেলপার সংস্থা ক্রাফ্টন তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। ৫০ মিলিয়ন ডাউনলোডকে স্মরণীয় করে রাখতে তারা গেম অনুরাগীদের বিভিন্ন পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছে। ডাউনলোডের সংখ্যা ৪৮ ও ৪৯ মিলিয়ন স্পর্শ করলে বিজিএমআই-অনুরাগীরা যথাক্রমে তিনটি সাপ্লাই কুপন ক্রেট স্ক্র্যাপ এবং তিনটি ক্লাসিক কুপন ক্রেট স্ক্র্যাপ জিতে নিতে পারবেন। ৫০ মিলিয়ন ডাউনলোড সম্পূর্ণ হলে গেমারেরা পার্মানেন্ট গ্যালাক্সি মেসেঞ্জার সেটের (Permanent Galaxy Messenger Set) অ্যাক্সেস পেয়ে যাবেন।

পুরস্কারের কথা বলতে গিয়ে Krafton আরো ইঙ্গিতপূর্ণ একটি বিষয় প্রকাশ্যে এনেছে। সংস্থা জানিয়েছে অপারেটিং সিস্টেম নির্বিশেষে সমস্ত বিজিএমআই-প্রেমীদের জন্য তারা পুরস্কার বরাদ্দ করবেন। এর ঠিক পাশেই আবার একটি আপেলের ইমোজি যা জল্পনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, অ্যান্ড্রয়েডের পর এবার কি তবে গেমের আইওএস (iOS) সংস্করণ সামনে আসবে? যদিও ইঙ্গিত প্রদান ছাড়া ক্রাফ্টন (Krafton) এ বিষয়ে আর কিছু জানায়নি।

উল্লেখ্য গত ২রা জুলাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি সর্বপ্রথম প্লে-স্টোরে আসে। পাবজি মোবাইল (PUBG Mobile)-এর অনুপস্থিতিতে তৈরী হওয়া শূন্যতা পূরণ করে গেমটি খুব দ্রুত মানুষের আস্থা অর্জন করে নিয়েছে। প্রকাশ্যে আসার কয়েকদিনের মধ্যেই বিজিএমআই দশ মিলিয়ন ডাউনলোডের গন্ডি টপকে যায়। আইওএস(iOS) সংস্করণ উপলব্ধ হলে গেমটির জনপ্রিয়তা যে আরো অনেকটাই বাড়বে তাতে কোন সন্দেহ নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥