সস্তায় দুর্দান্ত ফিচার্স, Redmi Note 12 Turbo-র সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট লঞ্চ হল

Redmi Note 12 Turbo লঞ্চ হয়েছিল গত মার্চ মাসে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্চফোনটি ২৫৬ জিবি, ৫১২ জিবি, এবং ১ টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ ছিল। আর এখন ফোনটির সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে ১২৮ জিবি স্টোরেজ ভার্সন বাজারে এনেছে। এই নয়া মেমরি কনফিগারেশনের সাথে, Redmi Note 12 সিরিজের Turbo মডেল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – এই পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আসুন তাহলে নতুন সংস্করণটির দাম ও অন্যান্য বিবরণগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যায়।

Redmi Note 12 Turbo এর ১২৮ জিবি স্টোরেজ লঞ্চ

রেডমি নোট ১২ টার্বো-এর নতুন সংস্করণ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে এবং চীনে যার দাম রাখা হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৬০০ টাকা)। এটিই নোট ১২ টার্বো-এর সবচেয়ে সস্তা মডেল। তবে, এটি শুধু চীনে উপলব্ধ এবং বিশ্ববাজারে কবে প্রবেশ করবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আসুন রেডমির এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনটির বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যায়।

Redmi Note 12 Turbo-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১২ টার্বো-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন ডিসপ্লে রয়েছে৷ ডিসপ্লেটি ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে।

হিট ডিসিপেশনের জন্য, স্মার্টফোনটিতে একটি ৩,৭২৫ মিলিমিটারের ভেপার কুলিং চেম্বার আছে। Note 12 Turbo অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মিউ ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Turbo-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করছে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ায় ব্যাকআপের জন্য, Note 12 Turbo ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেক্টিভিটির জন্য, এই রেডমি ফোনটিতে ডুয়েল ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ, আইআর (IR) ব্লাস্টার এবং একটি ৩৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে।