সস্তা ফোনেও খেলা যাবে Battlegrounds Mobile India, আসছে Lite ভার্সন

ভারতে PUBG Mobile (পাবজি মোবাইল) গেম ব্যান হওয়ার পর নির্মাতা সংস্থা, Krafton (ক্র্যাফ্টন) এদেশে Battlegrounds Mobile India (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) বা BGMI নামে নতুন ব্যাটেল-রয়্যাল গেম লঞ্চ করেছিল। আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই এই মোবাইল গেমটির ইউজারবেস কয়েক কোটি ছাড়িয়ে যায়। তবে এই জনপ্রিয়তা আরও বাড়াতে দক্ষিণ কোরিয়া ভিত্তিক কোম্পানিটি এখন Battlegrounds Mobile India গেমের Lite ভার্সনের ওপর কাজ করছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি সংস্থার তরফে একটি অফিসিয়াল পোল চালু হয়েছে, যা BGMI-এর Lite সংস্করণ উপলব্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে গেমের লাইট ভার্সনটি কম র‌্যামযুক্ত ফোনগুলির জন্য আসবে।

Battlegrounds Mobile India Lite আসছে শীঘ্রই

হালফিলে জনপ্রিয় মোবাইল গেমটির অফিসিয়াল ডিসকর্ড চ্যানেলে উক্ত পোলটি দেখা গেছে এবং এখানে গেমপ্রেমীদের থেকে তাদের প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়েছে। আর এই পোলের কথা সামনে আসার পরেই গুঞ্জন শুরু হয়েছে যে বিজিএমআই গেমের লাইট সংস্করণটি এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলির জন্য আনা হবে, যাতে ২ জিবি বা কম র‌্যাম এবং লো গ্রাফিক্স অপশন বিদ্যমান। যদিও ঠিক কবে এটির ওপর থেকে পর্দা সরবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

Battlegrounds Mobile India lite version launch soon

BGMI Lite সংক্রান্ত পোলে কী বলা হয়েছে

আলোচ্য পোলে চারটি অপশন প্রদান করে ইউজারদের পছন্দ বা প্রয়োজনীয়তার কথা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে যে সমস্ত অপশন রয়েছে, তা হল –

১. আমি নিজের লো-এন্ড ডিভাইসে বিজিএমআই খেলতে পারি না।

২. আমি বিজিএমআই খেলতে পারি, কিন্তু আমার ডিভাইসে লাইট সংস্করণ থাকলে আরও ভালো ফ্রেম রেট এবং পারফরম্যান্স উপভোগ করতে পারব।

৩. আমি লাইট সংস্করণের জন্য টাকা ব্যয় করেছি এবং আমার ডেটা/ইনভেন্টরি ট্রান্সফার করতে চাই।

৪. আমি লাইট ভার্সনের ম্যাপ এবং স্কিন পছন্দ করি।

উল্লেখ্য এর আগে ‘ঘাতক’ (Ghatak) নামের এক দেশীয় ই-স্পোর্টস অ্যাথলিটও বলেছিলেন যে, ক্র্যাফ্টন এখন ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লাইট সংস্করণের ওপর কাজ করছে। তাঁর মতে, আগামী মাসের শেষের দিকে অর্থাৎ খুব শীঘ্রই গেমটি চালু হতে পারে, যার ডাউনলোড সাইজ থাকবে খুব কম (এমবি)।