নতুন লোগো’র সাথে প্রায় ৬০ হাজার অ্যাকাউন্ট ব্যান করে বিশেষ বার্তা Battlegrounds Mobile India-র

সম্প্রতি বহুল জনপ্রিয় গেম ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) নতুন লোগো প্রকাশ্যে এল। পুরো নামের পরিবর্তে নতুন লোগোতে গেমটিকে BGMI হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনিতেই সংক্ষেপে এই ছোটো নামটিই ইউজারদের কাছে বেশি জনপ্রিয়। একটি Instagram পোস্টের মাধ্যমে নতুন লোগোটির ওপর থেকে পর্দা উন্মোচন করা হয়েছে, যেখানে সংস্থাটি খেলাটিকে একের পর এক মাইলফলকে পৌঁছানোর জন্য খেলোয়াড়দের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই খুশির খবরের পাশাপাশি অবৈধভাবে যারা গেমটি খেলছে, সেইসব ইউজারদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়ে এক নির্মম ঘোষণাও করেছে গেমের নির্মাতা সংস্থা ক্রাফটন (Krafton)। সংস্থাটি জানিয়েছে যে, গেমে জেতার উদ্দেশ্যে অবৈধ অনুশীলনে লিপ্ত হওয়ার জন্য প্রায় ৬০,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ (ব্যান) করা হয়েছে। এই দুই ভিন্ন মেরুর খবরেই এখন মেতে রয়েছে ব্যাটেলগ্রাউন্ডস দুনিয়া।

নতুন Battlegrounds Mobile India-র লোগোতে তিনটি রঙ রয়েছে- জাফরান, সাদা এবং সবুজ। যেহেতু PUBG Mobile-এর ভারতীয় সংস্করণ এই Battlegrounds Mobile India, তাই দেশকে প্রতিনিধিত্ব করতে দেশের পতাকার তিনটি রঙই লোগোতে ব্যবহার করা হয়েছে বলে গেম নির্মাতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন লোগোটিকে সাধুবাদ জানিয়ে বহু ইউজারই সোশ্যাল মিডিয়ায় এটির ভূয়শী প্রশংসা করেছেন।

তবে লোগোর পাশাপাশি যে খবরটি সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল, দক্ষিণ কোরিয়ার গেম নির্মাতা সংস্থাটি প্রতারণা বা চিটিংয়ের জন্য ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ৫৯,২৪৭ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। সংস্থার মতে, বেশ কিছু অবৈধ অ্যাপ এবং প্রোগ্রাম আছে যেগুলির সাহায্য নিয়ে একাধিক ইউজার এই গেমটি খেলছে। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কর্তৃক সম্প্রতি নিয়োজিত সিকিউরিটি সিস্টেম এবং কমিউনিটি মনিটরিং সিস্টেমের রেগুলার স্ক্যানের সহায়তায় এই ধরনের অবৈধ কার্যকলাপ করা ইউজারদের চিহ্নিত করা গেছে এবং তৎক্ষণাৎ তাদের অ্যাকাউন্টগুলিকে ব্যান করা হয়েছে।

Krafton এক বিবৃতিতে জানিয়েছে, “সমস্ত প্লেয়ারদের একটি নিরাপদ এবং মজাদার গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করতে সংস্থাটি বদ্ধপরিকর। কিন্তু একাধিক প্লেয়ারই গেম খেলার সময় চিটিং করছে বলে খবর পাওয়া গেছে। কিছু প্লেয়ার প্রায়শই অবৈধ কিছু থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে জেতার উদ্দেশ্যে গেমটি খেলছে। কিন্তু এই ধরনের চৌর্যবৃত্তি কোনোমতেই বরদাস্ত করা হবে না, তাই সংস্থাটি মাত্র সাত দিনের মধ্যে ৫৯,২৪৭ টি অ্যাকাউন্ট ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।” উল্লেখ্য যে, অবৈধ কার্যকলাপ রুখতে সংস্থাটি এর আগেও এই ধরনের কঠোর সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও চৌর্যবৃত্তি রুখতে সংস্থাটি যে বদ্ধপরিকর, তা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন