এই নম্বর থেকে ফোনে Call আসছে? চোখ-কান খোলা না রাখলে অচিরে খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সাধারণ মোবাইল নম্বর থেকেই এখন পাতা হচ্ছে অনলাইন জালিয়াতির ফাঁদ, কীভাবে সতর্ক থাকবেন? জানাচ্ছে সরকার।

বর্তমানে, একদিকে যেমন 5G নেটওয়ার্ক, ChatGPT, নানাবিধ নতুন (পড়ুন আধুনিক) প্রযুক্তি-সুবিধা ইত্যাদি মানুষের ধরাছোঁয়ার মধ্যে আসছে, ঠিক তেমনই দিন-কে দিন বেড়ে চলেছে অনলাইন জালিয়াতির ঘটনা। মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বারংবার প্রতারণার ফাঁদে পড়ছেন একাংশ মানুষ, ফলত প্রায় প্রতি পদেই সতর্ক থাকতে হচ্ছে। এদিকে, খেয়াল করলে দেখা যাবে যে বেশিরভাগ জালিয়াতির প্যাটার্ন বা ধরণ একই – এগুলিতে ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। তাই দেখতে সাধারণ মনে হলেও, ১০ সংখ্যা বিশিষ্ট কোনো অপরিচিত নম্বর থেকে কল এলে সজাগ থাকা বাঞ্ছনীয়; নতুবা আপনিও প্রতারণার শিকার হতে পারেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সরকার, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।

১০ সংখ্যার মোবাইল নম্বর সম্পর্কে সতর্ক থাকুন, পড়তে পারেন বিপদে

ব্যাঙ্ক এবং সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যদি আপনার ফোনে ১০ সংখ্যার কোনো মোবাইল নম্বর থেকে কল আসে, তাহলে অপরপক্ষের সাথে ব্যক্তিগত তথ্য (যেমন ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওটিপি কোড ইত্যাদি) শেয়ার করবেন না – তাতে কলটি যে প্রয়োজনের কথাই বলুক না কেন! নিশ্চয়ই ভাবছেন কেন?

আসলে সরকার, টেলি মার্কেটিং বা ব্যবসার জন্য একটি বিশেষ ধরনের মোবাইল নম্বর জারি করে, যা সাধারণ ১০ সংখ্যার মোবাইল নম্বর থেকে আলাদা হয়। এমতাবস্থায়, কেউ যদি সাধারণ বা ব্যক্তিগত ১০ ডিজিটের মোবাইল নম্বর থেকে কল করে এবং আপনার তথ্য জানতে চায়, তবে তাকে ভুলেও কোনো তথ্য দেবেন না। এরকম পন্থা অনুসরণ করে বহু ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটানো হয়েছে।

আনরেজিস্ট্রার্ড মোবাইল নম্বর থেকে কল করার ওপর নিষেধাজ্ঞা

পূর্ব ঘোষণা মতই, ট্রাই (TRAI) বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, টেলিমার্কেটিং সংস্থাগুলিকে অনিবন্ধিত বা আনরেজিস্ট্রার্ড মোবাইল নম্বর থেকে সাধারণ মানুষকে ফোন কল না করার নির্দেশ দিয়েছে। মানে আর দুপুরের ভাতঘুমের সময় বা কাজের ব্যস্ততার মধ্যে আনরেজিস্ট্রার্ড মোবাইল নম্বর থেকে কোনো প্রোমোশনাল বা কোম্পানির অফিসিয়াল কল আসবেনা। আসলে, বিগত কয়েক মাস ধরে ব্যক্তিগত মোবাইল নম্বর প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, যার বিরুদ্ধে এবার ট্রাই কঠোর হয়েছে। তবে এরই সাথে জনসাধারণকে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর থেকে যেমন বিরক্তির অবকাশ থাকবেনা, তেমনই আবার অপরিচিত কলগুলিকে কিছুটা হলেও শনাক্ত করা যাবে।