Mahindra Thar EV: দারুণ খবর, থার-এর ইলেকট্রিক ভার্সনের লঞ্চ নিশ্চিত করলেন খোদ আনন্দ মাহিন্দ্রা

বিশ্বের দরবারে সম্প্রতি উন্মোচিত Thar.e নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাহিন্দ্রা (Mahindra)। এটি সংস্থার অতি শক্তিশালী অফ-রোডার এসইউভি (SUV) মডেল Thar-এর ইলেকট্রিক ভার্সন। পাঁচ দরজা সমেত হাজির হয়েছিল গাড়িটি। কিন্তু অসংখ্য আগ্রহী ক্রেতা গাড়িটির বাজারে আসার সময়কাল সম্পর্কে কৌতুহল দেখিয়েছিলেন। এবারে এই সম্পর্কে বিশেষ বার্তা দিল সংস্থা। মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানালেন যে, গাড়িটি কেবলমাত্র প্রোটোটাইপ ভার্সনে দেখিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না তাঁরা। অদূর ভবিষ্যতে এর উৎপাদনে হাত লাগানো হবে।

Mahindra Thar.e-এর উৎপাদন শুরু করবে মাহিন্দ্রা

Mahindra Thar.e উন্মোচনের সময় ২০২৫-এ গাড়িটি বাজারে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। সে সময় আনন্দ মাহিন্দ্রা উৎপাদন শুরু করার সম্পর্কে মুখ খোলেননি। কিন্তু এবারে তার সোশ্যাল মিডিয়া পোস্টে এটি পরিষ্কার যে কনসেপ্ট মডেলটি প্রোডাকশনের জন্য এন্ট্রি নিতে চলেছে।

টুইটার পোস্টে আনন্দ মাহিন্দ্রা লেখেন, “না, এটি কেবলমাত্র নমুনা নয়। প্রোটোটাইপ মডেলের আনার মুহূর্ত থেকে আমরা গাড়িটি বাস্তবে আনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।” এর সাথে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে পিওর ইলেকট্রিক প্রোটোটাইপ মডেলটির সক্ষমতা দৃশ্যমান করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি উন্মোচিত Mahindra Thar.e সংস্থার নতুন INGLO P1 EV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। যেখানে আইসিই Thar SUV-তে আছে ল্যাডার ফ্রেম চ্যাসিস। নতুন প্ল্যাটফর্মটি কেবলমাত্র ইলেকট্রিক ভেহিকেল তৈরির জন্যই নির্মাণ করেছে সংস্থা। জাতির সুরক্ষা যাতে আরও বাড়ানো যায়, সেজন্য এই পদক্ষেপ। আবার এতে বড় ব্যাটারি উপস্থিত থাকার কারণে রেঞ্জের পরিমাণ বাড়বে বলে দাবি করা হয়েছে।

Thar.e সংস্থার Born Electric রেঞ্জের আওতায় আনা হতে পারে বলে আশা করা হচ্ছে। যার অধীনে রয়েছে আরও একাধিক গাড়ি। যেগুলি চলতি দশকের শেষের দিকে বাজারে হাজির করা হবে। আবার ২০২৭-২৯ এর মধ্যে ২ লক্ষ ইভি মডেল উৎপাদনের মাধ্যমে দেশের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজারে অন্যতম জায়গা দখলের লক্ষ্যে এগোচ্ছে মাহিন্দ্রা।