International Women’s Day: কাল আর্ন্তজাতিক নারীদিবস উপলক্ষ্যে পুলিশের হাতে ৬০টি নতুন স্কুটার তুলে দিল হিরো মটোকর্প

রাত পোহালেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হতে চলেছে সমগ্র বিশ্বে। লিঙ্গ বৈষম্য দূর করতে এবং নারী-পুরুষ একসাথে কাজ করে সমাজের উন্নয়নের ধারা বজায় রাখতে প্রতি বছর ৮ মার্চ এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘটা করে পালন করা হয়। সেই উপলক্ষ্যে নাগপুর পুলিশ কমিশনারেট (NPC) এবং দমকল দফতরের হাতে ৬০টি স্কুটার এবং ৫০০টি হেলমেট তুলে দিল হিরো মটোকর্প (Hero MotoCorp)। স্বাচ্ছন্দ্যে টহল দেওয়ার জন্য স্কুটারগুলিতে রয়েছে সাইরেন, লাউডস্পিকার এবং পুলিশের প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম৷

বৈচিত্র, অন্তর্ভুক্তি (D&I) এবং নিরাপত্তার প্রতিশ্রুতি স্বরূপ হিরো মটোকর্প পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকদের স্কুটারে সেই সুবিধা যোগ করেছে, যাতে সেগুলিতে দ্রুত জরুরী পরিষেবা দেওয়া যায়। এর ফলে নাগপুরের মানুষ, বিশেষত মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রটি প্রসারিত হবে বলে আশা করা যায়।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)-র উপস্থিতিতে সংস্থার কার্যনির্বাহক আধিকারিক বিক্রম কাসবেকার (Vikram Kasbekar) নাগপুর পুলিশ কমিশনারেট এবং দমকল দফতরের হাতে স্কুটারগুলির চাবি তুলে দেন। এই অনুষ্ঠানে আরো দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অমিতেশ কুমার (Amitesh Kumar), নাগপুরের কমিশনার এবং খাদি এবং ভিলেজ শিল্পের কমিশন জয়প্রকাশ গুপ্তা (Jaiprakash Gupta)।

এই অনুষ্ঠান থেকে গডকড়ী বলেন, “এটি একটি চমৎকার নিদর্শন যেখানে সরকার এবং বেসরকারি সংস্থা যৌথভাবে দেশের মানুষের বিশেষত মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে।” এই উদ্যোগের মাধ্যমে হিরো মটোকর্প জনগণকে রাস্তায় চলার ব্যাপারে সচেতন করার এবং নারীশক্তির উত্থান ঘটানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। অন্য দিকে হিরো এর আগেও একাধিক রাজ্যের পুলিশের হাত শক্ত করতে কাজ করেছে বলে জানিয়েছেন কাসবেকার। তাঁর কথায়, “নাগপুর পুলিশের সাথে এবং দমকল বিভাগের সাথে আমাদের এই যৌথ উদ্যোগ শহরের নিরাপত্তার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিতকরণ করেছে।”

অন্যদিকে, সংস্থার সিএসআর (CSR) শাখার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ৬ জন মহিলাকে নির্বাচিত করেছে । যাঁদের মধ্যে রয়েছেন প্রাযক্তা লাভাঙ্গারে (প্রথম মহিলা ডিভিশনাল কমিশনার, নাগপুর ডিভিশন), আস্বতী দোর্জে (জয়েন্ট কমিশনার অফ পুলিশ), ডিসিপি বিনীতা সাহু, সারোদা নাইডু (আইডিসিপিই কলেজের প্রিন্সিপাল), সরিতা কৌশিক (সংবাদপত্রের সম্পাদক এবং লেখক), এবং স্নেহাল শিন্দে (মহিলা শিল্পোদ্যোগী)।