Benelli আনলো আকর্ষণীয় ডিজাইনের ইলেকট্রিক স্কুটার Dong

ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলির জনপ্রিয় মডেলের ডিজাইন অনুকরণ করার প্রবণতা চাইনিজ টু-হুইলার ব্র্যান্ডগুলিকে মাঝেমাঝেই সংবাদের শিরোনামে নিয়ে আসে৷ উদাহরণ হিসেবে মার্চে চিনে লঞ্চ হওয়া Hanway G30-এর কথাই ধরে নিন৷ প্রথম পলকেই একে Royal Enfield Himalayan-এর চাইনিজ কপিক্যাট ভার্সন ফলে মনে হবে, যা নিয়ে মোটরসাইকেল প্রেমীরা অবশ্য রসিকতা করতে ছাড়েনি৷ আবার আউট অফ দ্য বক্স ডিজাইন করার ক্ষেত্রেও চাইনিজদের যে জুড়ি মেলা ভার সে বিষয়েও অনেকে সহমত হবেন৷ সম্প্রতি চাইনিজ অটোমেকার Quianjiang Motors-এর মালিকানাধীন ইতালিয়ান বাইক ব্র্যান্ড Benelli এমনই একটি মিনি ইলেকট্রিক স্কুটার ইন্দোনেশিয়াতে লঞ্চ করেছে, যার নাম Dong৷ ক্ষুদ্রাকৃতি চেহারা হলেও Dong ই-স্কুটারকে উপেক্ষা করা বেশ কঠিন৷ ডিজাইন একদম অরিজিনাল তো বটেই পাশাপাশি, এরকম ডিজাইন দুনিয়ার কোথাও দেখা গিয়েছে কীনা, সে নিয়ে আমরা সন্দিহান৷

Benelli Dong : ডিজাইন

Benelli dong electric scooter

বেনেলি ডং ইলেকট্রিক স্কুটার কার্ভড ফ্রন্ট অ্যাপরন ও আন্ডার সিট প্যানেল সহ Cylirucl আকৃতির রিয়ার সেকশন পেয়েছে৷ সিটের নিচে রয়েছে ব্যাটারি ও ইলেকট্রিক মোটর৷ বেনেলি ডং-এর অন্যান্য হাইলাইট হল ফুল-এলইডি লাইটিং, গোল এলইডি ডিআরএল, হ্যান্ডেলবার মাউন্টেড টার্ন ইন্ডিকেটর, বড় রিয়ার গ্রাব রেল, এবং নেগেটিভ এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার৷

Benelli Dong : স্পেসিফিকেশন

ইলেকট্রিক স্কুটারটির সিটের নিচের স্টোরেজের বেশিরভাগ অংশ দখল করে রয়েছে ১.৫ কিলোওয়াট হাওয়ার লিথিয়িম আয়ন ব্যাটারি প্যাক এবং ২৪.৮ এনএম টর্কের আউটপুট দিতে সক্ষম ১.২ কিলোওয়াট হাওয়ার ইলেকট্রিক মোটর৷ এটি সিঙ্গেল চার্জে ৬০ কিমি পথ চলতে পারবে এবং সর্বোচ্চ গতিবেগ ৪৫ কিমি/ঘন্টা৷ হাব মোটর বসানোর ফলে চেইন বা শ্যাফট ড্রাইভ সিস্টেমের প্রয়োজন পড়ছে না৷ আবার সাধারণ মোটরসাইকেল এবং স্কুটার চালানোর অনুভূতি দেওয়ার জন্য এটি নকল এগজস্ট নয়েজ বার করে৷ এই ফিটারটি বন্ধ করার সুবিধাও রয়েছে৷

Benelli dong electric scooter launched Benelli

Benelli Dong : দাম ও কালার অপশন

বেনেলি ডং ই-স্কুটারের দাম পড়ছে ৩৬.৮ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া৷ যা অঙ্কে ভারতে প্রায় ১.৮৯ লক্ষ টাকার সমান৷ এটি ব্লু, ডার্ক, গ্রে, ও হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে৷