স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের মূল্য বাড়াল Benelli, এখন 16 হাজার টাকা দামী

মার্চ ও এপ্রিলের পর ফের Benelli Leoncino 500 বাইকের দাম ভারতে বাড়ানোর ঘোষণা করা হল‌। গত বছরের ফেব্রুয়ারি মাসে  BS6 সংস্করণে এই মিডলওয়েট স্ক্র্যাম্বলার মোটরসাইকেল ভারতে লঞ্চ হয়েছিল‌। মার্চে বাইকটির দাম একধাক্কায় ৩০ হাজার টাকা বেড়েছিল‌। এবার ১৬,০০০ টাকা দামী হল Benelli Leoncino 500।

Benelli Leoncino 500 নতুন মূল্য

কালার অপশনের উপর নির্ভর করে বেনেলি লিওনসিনো ৫০০-এর মূল্যের হেরফের রয়েছে। যেমন স্টিল গ্রে কালার স্কিমের দাম ৫.১৬ লক্ষ টাকা থেকে বেড়ে ৫.১০ লক্ষ টাকা হয়েছে। আর বাইকটির রেড কালার ভ্যারিয়েন্টের নতুন দাম দাঁড়িয়েছে ৫.৩৬ লক্ষ টাকা‌ (এক্স-শোরুম)‌‌।

প্রসঙ্গত, দাম বাড়ানো হলেও বেনেলি লিওনসিনো ৫০০-তে কোনও আপডেট দেওয়া হয়নি। সবকিছুই অপরিবর্তিত৷ এতে ৫০০ সিসি লিকুইড কুল্ড, প্যারালাল টুইন, ইঞ্জিন রয়েছে, যা ৮,৫০০ আরপিএম গতিতে ৪৭.৫ পিএস পাওয়ার এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪৬ এনএম টর্ক উৎপন্ন করে‌।

Benelli Leoncino 500-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে  ডুয়াল টোন ফ্রন্ট ফেন্ডার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফুল-এলইডি লাইটিং, ৫০ মিমি ইনভার্টেড ফ্রন্ট  ফর্ক, প্রিলোড অ্যাডজেস্টেবল রিয়ার হাইড্রোলিক মনোশক, ডুয়াল চ্যানেল এবিএস, প্রভৃতি।