100 কিমির বেশি গতি তুলতে সক্ষম ইলেকট্রিক বাইক আনছে Benelli, ছবি ফাঁস, থাকতে পারে গিয়ারও

বাজারে নজরকাড়া ডিজাইনের ফুল-ফেয়ার্ড ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে বেনেলি (Benelli)। ২০২১ বেজিং মোটর শো-তে বেনেলির অভিভাবক সংস্থা QJMotor একটি বৈদ্যুতিক মোটরসাইকেলের ঝলক দেখিয়েছিল। যার নামকরণ করা হয়েছিল QJ7000D। এবার হোমোলোগেশন নথি থেকে QJMotor RX বলে তার প্রোডাকশন (উৎপাদনের জন্য প্রস্তুত) মডেলের ছবি ফাঁস হল অনলাইনে। যা বাইকটির বাজারে খুব শীঘ্রই লঞ্চের জল্পনায় ইন্ধন জুগিয়েছে‌।

কনসেপ্ট মডেলটির সাথে প্রোডাকশন ভার্সনের বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। যেমন এতে নতুন ডিজাইনের টুইন হেডলাইট কাউল, সামান্য তির্যক ফ্রন্ট ফেন্ডার এবং ফেয়ারিংয়েহ দেখা মিলেছে। যা এর স্টাইলিংকে আরও অ্যাগ্রেসিভ করে তুলেছে‌ ব্যাটারি চার্জ দেওয়ার পোর্ট বাইকটির বাম দিকের ফেয়ারিংয়ে লোগোর নীচে অবস্থিত। আবার সিটের নিচে রয়েছে একটি কী স্লট। হ্যান্ডেলবাড়ের চতুর্দিকে ঘিরে রয়েছে ফেয়ারিং, ডিজাইন আগের থেকে উন্নত। তবে পেছনের অংশ কনসেপ্ট মডেলের মতোই দেখতে।

QJMotor RX

আবার অ্যালয় হুইলের ভিন্ন ডিজাইন নজরে পড়েছে। হোমোলোগেশন ডকুমেন্ট অনুযায়ী, চূড়ান্ত মডেলে একটি ৫ কিলোওয়াট মোটর থাকবে। তুলনাস্বরূপ, কনসেপ্ট মডেলে ৭ কিলোওয়াট মোটর থাকার কথা জানানো হয়েছিল। বাইকটি ঘন্টা প্রতি ১০৫ কিমি গতি ছুঁতে পারে। তবে আকর্ষণের বিষয়, এতে সাধারণ বাইকের মতন এতে গিয়ার এবং ক্লাচ রয়েছে বলে মনে করা হচ্ছে। যা একটি ব্যাটারিচালিত মোটরসাইকেলের ক্ষেত্রে অতি বিরল।

এটি বেল্ট ড্রাইভের বদলে চেন ড্রাইভ সহ আসতে পারে, যা সাধারণত শব্দ কমাতে ব্যবহৃত হয়। অনুমান, পারফরম্যান্সের নিরিখে ১২৫ সিসি বাইকের সমতুল্য হবে এটি। যা গ্রাহকদের হতাশ করতে পারে  চীনে বাজারে আগামী কয়েক মাসের মধ্যেই RX লঞ্চ করতে পারে QJMotor। পরবর্তীতে Benelli নিজের ব্র্যান্ড নাম ব্যবহার করে ইউরোপের বাজারে হাজির করতে পারে বাইকটি। তবে ভারতের বাজারে এর লঞ্চের সম্ভাবনা কম।