চার্জ ফুরানোর ভয় নেই, 6000mAh ব্যাটারির সেরা ফোন দেখে নিন

কোভিড-১৯ চলাকালীন স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু, অতিমারীর রেশ অনেকটা কমে গেলেও মানুষের মধ্যে ‘ডিজিটালি’ পণ্য খরিদ্দারী বা টাকা লেনদেন করার অভ্যাস রয়েই গেছে। ফলে অনেকেই এখন একটি সাশ্রয়ী মূল্যের দীর্ঘ ব্যাটারি লাইফ যুক্ত স্মার্টফোন কেনার প্রয়োজন অনুভব করছেন। তাই আজ আমরা এমন ৩টি স্মার্টফোনের খোঁজ আপনাদের দেব, যেগুলিতে ফাস্ট চার্জিং টেকনোলজি সহ ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে। আর, এগুলির দাম শুরু হচ্ছে প্রায় ১১,০০০ টাকা থেকে। তাহলে চলুন এবার বড় ব্যাটারির সাথে আসা ৩টি সেরা বাজেট স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

6000mAh ব্যাটারি সহ আসা ৩টি সেরা স্মার্টফোন

Samsung Galaxy M33 5G : স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দাম : Samsung Galaxy M33 5G স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১৮,৯৯৯ টাকা। ফোনটি দুটি কালারে এসেছে – গ্রীন ও ব্লু।

Redmi 10 : রেডমি ১০ ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার কাট আউটের মধ্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার রেডমি ১০ ফোনের পিছনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর৷ পারফরম্যান্সের জন্য, রেডমি ১০ ফোনে এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমির এই হ্যান্ডসেটে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও ফোনের রিটেল বক্সে দেওয়া চার্জারটির চার্জিং ক্যাপাসিটি ১০ ওয়াট পর্যন্ত। যাইহোক, সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

দাম : Redmi 10 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। এটিকে ক্যারিবিয়ান গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং প্যাসিফিক ব্লু কালারে বেছে নেওয়া যাবে।

Moto G40 Fusion : অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত মোটো জি৪০ ফিউশন স্মার্টফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও এবং HDR10 টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স সরবরাহ করতে এটি ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ২০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার বিদ্যমান।

দাম : Moto G40 Fusion ফোনের প্রারম্ভিক মূল্য ১৪,৪৯৯ টাকা।