মোবাইলেই দুর্দান্ত ফটোগ্রাফি! সেরা ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনগুলি দেখে নিন

সময়ের সাথে তাল মিলিয়ে স্মার্টফোনের ক্যামেরায় অনেক বদল এসেছে; এখন প্রায় প্রতিটি মিড রেঞ্জার স্মার্টফোনেই থাকছে ৬৪ থেকে...
Anwesha Nandi 28 Aug 2021 10:28 PM IST

সময়ের সাথে তাল মিলিয়ে স্মার্টফোনের ক্যামেরায় অনেক বদল এসেছে; এখন প্রায় প্রতিটি মিড রেঞ্জার স্মার্টফোনেই থাকছে ৬৪ থেকে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু এই মোবাইলগুলি কিনতে হলে অনেকটাই টাকা খসাতে হবে। তবে আপনি বাজেট রেঞ্জেও ভালো ক্যামেরার ফোন পেয়ে যেতে পারেন, যেখানে ৪৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। আজ আমরা ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত এমনই কিছু স্মার্টফোনের সন্ধান দেব, যাদের সাহায্যে আপনারা দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারেন। এমনকি ৪.৫ স্টার পর্যন্ত ইউজার রেটিং প্রাপ্ত এই সাশ্রয়ী ফোনগুলিতে মিলবে শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘ ব্যাটারি লাইফও। আসুন দেখে নিই তালিকায় কোন কোন ব্র্যান্ডের ডিভাইসের নাম থাকছে।

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা মোবাইল ফোন

Redmi 9 Power: গতবছর লঞ্চ হওয়া রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনে ৬ জিবি‌ পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এছাড়া পাওয়া যাবে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ অক্টা কোর প্রসেসর। এই ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy M12: স্যামসাং গ্যালাক্সি এম১২ স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরার পাশাপাশি ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে মিলবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ এসেছে। ফোনটির প্রারম্ভিক দাম ১৩,০০০ টাকার কাছাকাছি।

Redmi Note 10: মার্চে বাজারে আসা রেডমি নোট ১০ মডেলে ৪৮ মেগাপিক্সেলের Sony IMX582 সেন্সর আছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর। হ্যান্ডসেটটি ১৩,৯৯৯ টাকার প্রারম্ভিক দামে পাওয়া যায়।

Realme 5 Pro: রিয়েলমি ৫ প্রো স্মার্টফোনটিতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি রয়েছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ অক্টা কোর প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬.৩ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এই ফোনে বর্তমান ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্ল্যাশ চার্জিংয়ের সুবিধা। ফোনটির দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে।

Nokia G20: এই Nokia স্মার্টফোনে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। আবার এতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং অটো ইন্টেলিজেন্স ইমেজিং মোডের সুবিধা রয়েছে। এছাড়া নোকিয়া জি২০ ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩ দিনের ব্যাটারি স্ট্যান্ডবাই। ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে ১১,৯৯০ টাকায় কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story