Aadhaar Card নিয়ে বড় ঘোষণা করলেন মোদী, অনলাইনে এই কাজ না করলে হতে পারে বিপদ!

এই এক দশকে আধার কার্ড (Aadhaar Card) ভারতের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার হচ্ছে – সিম কার্ড থেকে শুরু করে ছোট-বড় বিবিধ কাজেই বর্তমানে এই সরকারি পরিচয়পত্র বা নথি প্রয়োজন। এদিকে আধারের এই গুরুত্বকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদও পাতা হচ্ছে – প্রায়ই ঘটছে ব্যাঙ্কিং জালিয়াতির মতো অযাচিত ঘটনা। এমতাবস্থায় আধারের অপব্যবহার এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি আটকানোর জন্য, এর নিরাপত্তা জরুরি। এক্ষেত্রে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি নোটিশ জারি করেছে যা আমার-আপনার মতো সমস্ত আধার কার্ড ব্যবহারকারীদের মাথায় রাখতে হবে, নচেৎ পড়তে হতে পারে বড় ক্ষতির মুখে।

Aadhaar নিয়ে ঠিক কী বলেছে মোদী সরকার?

আসলে, কেন্দ্র সরকার এখন সমস্ত নাগরিককে মাস্ক আধার (Mask Aadhaar) ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। এতে জালিয়াতির সম্ভাবনা ব্যাপকভাবে হ্রাস পায়।

Mask Aadhaar Card কী?

সাধারণত আমরা কাগজের কার্ড বা ডিজিটাল আধার ডেটা সাথে রাখি, যাতে ১২ সংখ্যার আইডি নম্বর থাকে। ওই আইডি নম্বরই এমনিতে যেকোনো জায়গায় কাজে আসে বা শেয়ার করতে হয়। কিন্তু মাস্ক আধার, কোনো ইউজারের ব্যক্তিগত বিবরণ প্রকাশ করেনা। এতে আধারের প্রথম ৮টি ডিজিট লুকানো থাকে, শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা দৃশ্যমান হয়। অথচ সর্বত্র এর ব্যবহার সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য এবং এটিকে অনলাইনে ডাউনলোড করা যায়। কীভাবে মাস্ক আধার হাতে পাবেন? আসুন জেনে নিই…

কীভাবে Mask Aadhaar ডাউনলোড করবেন?

১. মাস্ক আধার ডাউনলোড করতে প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://eaadhaar.uidai.gov.in/-এ যেতে হবে।

২. এর পরে আপনাকে ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে এবং ‘আই ওয়ান্ট এ মাস্কড্ আধার’ (I want a masked Aadhaar) বিকল্পটি নির্বাচন করতে হবে।

৩. পরবর্তী ধাপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কোড লিখতে হবে, যার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

৪. এক্ষেত্রে আপনাকে ওটিপি (OTP) জেনারেট করে তা নির্দিষ্ট জায়গায় এন্টার করতে হবে।

৫. সমস্ত ধাপ পেরিয়ে গেলেই আপনি ই-আধার কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন।