১৫,০০০ টাকার কমে কিনুন নামিদামি কোম্পানির স্মার্টটিভি

ভারতীয় ইলেকট্রনিক্স বাজারে সাশ্রয়ী মূল্যের স্মার্টটিভির এক বিপুল সম্ভার বর্তমান। যার মধ্যে Xiaomi, Realme এবং Infinix -এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির টিভিও অন্তর্ভুক্ত। এই স্মার্টটিভি গুলিতে বেসিক ফিচারের পাশাপাশি পাওয়া যায় অ্যামাজন প্রাইম, ইউটিউব, ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস। শুধু তাই নয়, এরই সাথে শক্তিশালী প্রসেসর, অ্যান্ড্রয়েড ওএস এবং দুর্দান্ত অডিও স্পিকারও থাকে। আজ আমরা এমনই কয়েকটি আকর্ষণীয় ফিচারে ভরা সস্তার স্মার্টটিভির হদিশ দেব আপনাদের। যেগুলির দাম থাকছে, ১৫,০০০ টাকার থেকেও কম! তাহলে আসুন, এই স্মার্টটিভি গুলির দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক :

১. KODAK 7XPRO স্মার্টটিভি :

কোডাক সংস্থাটির ৭এক্সপ্রো মডেলটি, বাজারে উপলব্ধ সবচেয়ে সস্তার স্মার্টটিভি গুলির মধ্যে একটি। ৩২ ইঞ্চির স্ক্রিন সাইজের সাথে আসা এই স্মার্টটিভির দাম রাখা হয়েছে, মাত্র ১৩,৪৯৯ টাকা। এটিতে ইউটিউব এবং ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়া, ফিচারের কথা বললে, এই টিভিটি গুগল অ্যাসিস্টেন্ট এবং ইন-বিল্ট ক্রোমকাস্ট সাপোর্ট সহ এসেছে। অডিও সিস্টেম হিসাবে এতে রয়েছে দুটি বক্স স্পিকার।

২. Infinix X1 স্মার্টটিভি :

৩২ ইঞ্চির বেজেলহীন স্ট্রাকচারের এই স্মার্টটিভিটিকে, মাত্র ১৩,৪৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। উন্নত ডিভাইস পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে, MTK 6683 64-Bit কোয়াড কোর প্রসেসর। অডিও সিস্টেম হিসাবে এতে, দুটি স্পিকার এবং সাবউফার (Subwoofer) থাকছে। এছাড়া, এই স্মার্টটিভিতে রয়েছে ডলবি সাউন্ড টেকনোলজি। উপরন্তু, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ইন-বিল্ট ক্রোমকাস্ট সাপোর্ট এতে থাকছে।

৩. TOSHIBA 32L5050 স্মার্টটিভি:

দুর্দান্ত পিকচার কোয়ালিটি সরবরাহ করার জন্য তোশিবার এই স্মার্টটিভিতে ADS প্যানেল ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই টিভিটিতে পাওয়া যাবে, Cortex-A53 64-bit প্রসেসর এবং দুটি অডিও স্পিকার। এই স্মার্টটিভিটির অন্যান্য ফিচারের মধ্যে, ক্লক, অটো-পাওয়ার অফ এবং স্লিপ টাইমার অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩২ ইঞ্চির ডিসপ্লে সাইজের তোশিবা ৩২এল৫০৫০ স্মার্টটিভির দাম রাখা হয়েছে, ১৩,৯৯৯ টাকা।

৪. Mi 4A PRO স্মার্টটিভি:

স্মার্টফোনের পাশাপাশি স্মার্টটিভির ক্ষেত্রেও শাওমি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সেক্ষেত্রে, এমআই ৪এ প্রো স্মার্টটিভিটি শাওমির বাজেট রেঞ্জের সেরা টিভি গুলির মধ্যে একটি। আর এর দামও যথেষ্ট কম, মাত্র ১৪,৯৯৯ টাকা। ৩২ ইঞ্চির ডিসপ্লে সাইজে আসা এই মডেলটিতে, নেটফ্লিক্স, ইউটিউব এবং ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। অডিও সিস্টেম হিসাবে এতে রয়েছে দুটি স্পিকার। এছাড়া, Amlogic 64-bit কোয়াড কোর প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টটিভিটি, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে।

৫. Realme স্মার্টটিভি:

রিয়েলমির ৩২ ইঞ্চির ডিসপ্লে সাইজের স্মার্টটিভিটি, বেজেলহীন ডিজাইনের সাথে এসেছে। এটি মিডিয়া টেক (MediaTek) কোয়াড কোর প্রসেসর দ্বারা সজ্জিত। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি সরবরাহ করার জন্য এতে থাকছে চারটি অডিও স্পিকার। এছাড়া, কানেক্টিভিটি অপশন হিসাবে, তিনটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। সাইলিশ লুক ও একাধিক ফিচারযুক্ত রিয়েলমির এই স্মার্টটিভিটিকে ক্রেতারা কেবল ১৪,৯৯৯ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন।

(সস্তা স্মার্টটিভির এই তালিকাটি ই-কমার্স ওয়েবসাইট গুলিতে উপলব্ধ তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে)

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন