Jio, Airtel নাকি Vi: ৫৬ দিনের বৈধতা এবং ২ জিবি ডেটা প্ল্যান অফারে কোন সংস্থা সেরা?

Published on:

বর্তমান ডিজিটাল যুগে দিন গুজরানের জন্য রিচার্জ প্ল্যানগুলির গুরুত্ব যে কতখানি, সেকথা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আনলিমিটেড ভয়েস কল, ডেটা বেনিফিট, এসএমএস করার সুবিধার পাশাপাশি এখনকার দিনের রিচার্জ প্ল্যানগুলির সাথে ওটিটি (OTT) প্ল্যাটফর্মের অ্যাক্সেসও মেলে। তবে এই সবকিছুর মধ্যে কোন প্ল্যানে কতটা ডেটা পাওয়া যাবে সেটাই যেন আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কেননা অবসর সময় কাটাতে এটাই এখন সবচেয়ে বেশি কাজে লাগে। এছাড়া, করোনা পরিস্থিতির আবির্ভাবের সুবাদে যাবতীয় দরকারি কাজও মানুষ এখন অনলাইনে করতেই অভ্যস্ত হয়ে গেছেন। তাই সব মিলিয়ে প্রতিদিনের জন্য ইন্টারনেটের বিপুল চাহিদা থাকছেই।

এমত পরিস্থিতিতে অনলাইনে কাজ, পড়াশোনা করা বা নেটপাড়ায় সময় কাটানোর জন্য যদি আপনার রোজ ২ জিবি ডেটার প্রয়োজন হয় এবং আপনি ৫৬ দিনের ভ্যালিডিটিযুক্ত কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা দেশের সুপরিচিত তিনটি প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি, অর্থাৎ Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল), এবং Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই)-র এমন কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যেগুলিতে ৫৬ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ওটিটি বেনিফিট-ও মিলবে। আসুন বিস্তারিত জেনে নিই…

Jio-র রিচার্জ প্ল্যান

৫৬ দিনের বৈধতাযুক্ত জিও রিচার্জ প্ল্যানটির দাম ৭৯৯ টাকা, যাতে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ, এই প্ল্যান মারফত ইউজাররা মোট ১১২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেইসাথে রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা এই প্ল্যানটি রিচার্জ করলে এক বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar Mobile-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Airtel-এর রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ৮৩৮ টাকার প্ল্যানে ৫৬ দিনের মেয়াদে রোজ ১০০টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। তদুপরি, অতিরিক্ত বেনিফিট হিসেবে এই প্ল্যানে মিলবে এক বছরের জন্য বিনামূল্যে Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

Vi-এর রিচার্জ প্ল্যান

ভিআই-এর ৫৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা ৫৬ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়েছে। আবার, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানটি বিঞ্জ অল নাইট এবং উইকএন্ড রোল ওভার অফার করে। এক্ষেত্রে বিঞ্জ অল নাইট-এর মাধ্যমে ব্যবহারকারীরা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিতে পারবেন এবং এই ব্যবহার্য নেটের পরিমাণ দৈনিক ডেটা লিমিট থেকে কাটা হয় না। এবং উইকএন্ড ডেটা রোলওভার বেনিফিটের সুবাদে ইউজাররা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা শনি এবং রবিবার ব্যবহার করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥