Air Cooler: গরমেও ভরপুর শীতলতা, 15000 টাকার কমে উপলব্ধ এই পাঁচটি কুলার হার মানাবে AC-কেও

দেখতে দেখতে এসে গেছে গ্রীষ্মের মরসুম, গোটা বাংলা তথা ভারতের মানুষ অন্যান্য বছরের মতই এই ভরা চৈত্রে ঘরে-বাইরে গরমের দাবদাহে নাজেহাল হচ্ছেন। এমতাবস্থায় বাইরের উষ্ণতার ক্ষেত্রে কিছু করার নেই বটে, তবে ঘরে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’ অনুভূতি পেতে চাইলে আপনি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী কুলার ব্যবহার করতেই পারেন। এদেশে এয়ার কুলার খুব বেশি ব্যবহৃত হয়, কারণ এদের রক্ষণাবেক্ষণের (পড়ুন মেইনটেইনেন্সের) খরচ কম এবং এগুলি কম শক্তিও খরচ করে। এছাড়া যাদের এসি কেনার বাজেট নেই, তারা এয়ার কুলার কিনে সস্তাতেই কাজ সারতে পারেন। এক্ষেত্রে আপনিও যদিও এবারের গরমে এই অ্যাপ্লায়েন্সটি বাড়ি আনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার অত্যন্ত কাজে আসবে। কারণ আজ আমরা ১৫,০০০ টাকার কম দামে উপলব্ধ Bajaj, Crompton, Havells, Symphony, Usha এবং Candes-এর মত কোম্পানিগুলির কয়েকটি সেরা এয়ার কুলারের সন্ধান দেব।

১৫,০০০ টাকার কমে কেনা যাবে এই পাঁচটি এয়ার কুলার

১. Symphony Hicool Personal Air Cooler: আমাদের তালিকায় অন্তর্ভুক্ত সিম্ফনি এয়ার কুলারটির ক্ষমতা ৩১ লিটার। এই এয়ার কুলারে দেওয়া হয়েছে হানিকোম্ব প্যাড। এছাড়া এটি রিমোট, পাওয়ারফুল ব্লোয়ার এবং আই-পিওর প্রযুক্তির মত ফিচারও বহন করবে।

এই কুলারটির দাম ৮,৯৯৯ টাকা।

২. Crompton Ozone Desert Air Cooler: ক্রম্পটন ওজোন ডেজার্ট এয়ার কুলারের ক্ষমতা ৫৫ লিটার এবং এটি ৪-ওয়ে এয়ার ডিফ্লেকশন, এভারলাস্ট পাম্প, অটো ফিল ইত্যাদি অপশন অফার করে। এতে আছে হাই ডেন্সিটিসম্পন্ন হানিকোম্ব প্যাডও।

ক্রম্পটন এয়ার কুলারের মূল্য ৯,৬৯৯ টাকা।

৩. Orient Electric Ultimo CD6501H Desert Air Cooler: এই কুলারটির ক্ষমতা ৬৫ লিটার। এটি দীর্ঘ সময়ের জন্য শীতল বাতাস সরবরাহ করতে পারে। শক্তিশালী এয়ার থ্রো-র জন্য এতে অ্যারো ফ্যান প্রযুক্তি রয়েছে। সাথে আছে ১৬ ইঞ্চি ফ্যানও। এই কুলার কন্ট্রোলের জন্য বিদ্যমান তিনটি মোডও।

১০,৫৫০ টাকায় এই এয়ার কুলার মিলবে।

৪. Bajaj DMH 90 Neo 90L Desert Air Cooler: বাজাজের অন্যান্য প্রোডাক্টের মত এই প্রোডাক্টটিও সেরা – এতে ৯০ লিটার ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এর ট্যাঙ্ক সারা রাত শীতল বাতাস সরবরাহ করতে সক্ষম। তাছাড়া এই কুলারে ডুরামারিন পাম্প, অ্যান্টি ব্যাকটেরিয়াল হানিকোম্ব প্যাড, পাওয়ারফুল এয়ার থ্রো এবং ৩ স্পিড কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য রয়েছে।

এটি ১০,৫৯৯ টাকায় কেনা যাবে।

৫. Havells Freddo-i 70 Liters Desert Air Cooler: এই কুলারটি বাড়ির জন্য বেশ ভাল। নাম অনুযায়ী, এতে ৭০ লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক পাওয়া যায়। অন্যদিকে এয়ার কুলারটিতে রয়েছে হানিকোম্ব প্যাড, শক্তিশালী এয়ার-ডেলিভারি এবং রিমোটের ফিচারও।

দামের কথা বললে হ্যাভেলস কুলার ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে।