গরমের মরসুমে AC-র মতই কাজ করবে এই সস্তা গ্যাজেটগুলি, কেনার খরচ 2000 টাকারও কম

চলতি বছরে গ্রীষ্ম ঋতু এমন ভ্রুকুটি দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন জায়গার মানুষ নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। বলতে গেলে বাড়ির বাইরে সূর্যের দাবদাহে তো প্রাণ ওষ্ঠাগত হচ্ছেই, পাশাপাশি ঘরের ভেতরেও শান্তি-স্বস্তি মিলছেনা! এমতাবস্থায় বাড়িতে একটি এসি (AC) থাকলে তার বাতাসে স্বর্গীয় অনুভূতি পাওয়া যায় বটে, কিন্তু সবসময় সবার কাছে এয়ার কন্ডিশনার কেনার মত টাকা খরচ করার বাজেট থাকেনা; তাই স্বাভাবিকভাবেই অন্যান্য বিকল্প সম্পর্কে চিন্তা করতে হয়। সেক্ষেত্রে আজ আমরা এমন কিছু ডিভাইসের সম্পর্কে কথা বলব, যেগুলি কিনলে এই গরমের মরসুমেও ফুরফুরে আমেজ পাওয়া যাবে। এগুলি কিনতে আপনার ২,০০০ টাকা থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত খরচ হবে।

চলতি মরসুমে কিনুন এই কুলারগুলি, ঘরে পাবেন বরফ শীতল অনুভূতি

এই প্রতিবেদনে আমরা যে তিনটি ডিভাইসের কথা বলব, সেগুলি আদতে পার্সোনাল এয়ার কুলার। আর আগ্রহীরা এইসব কুলার অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকেই কিনতে পারবেন। আসুন এখন এই কুলারগুলি সম্পর্কে বিশদে জেনে নিই।

১. Elista Desert Cooler: এই কুলারটির দাম শুরু হচ্ছে ৭,৮৯৯ টাকা থেকে। এটি সমস্ত রিটেল স্টোরেই কেনার জন্য উপলব্ধ।

আপনি যদি বড় কুলার কিনতে চান তবে এলিস্তার এই অ্যাপ্লায়েন্সটি ভালো বিকল্প হতে পারে। এই ডেসার্ট কুলারটির ক্ষমতা ৯০ লিটার এবং এর এয়ার থ্রো ডিস্টেন্স ৩৫ ফুট। এদিকে, এতে ৩টি স্পিড কন্ট্রোল অপশনও পাওয়া যাবে।

২. Bajaj PX 97 Torque New 36L Personal Air Cooler: এই কুলারের মূল্য ৫,৫৯৯ টাকা। এটি সাদা রঙের বিকল্পে পাওয়া যায়।

সুবিধা বলতে, বাজাজের এই কুলারটির জলের ট্যাঙ্ক ৩৬ লিটার ক্যাপাসিটির এবং এর বায়ুপ্রবাহ ৩০ ফুট। এতে হাই ইনসোলেশন সিস্টেম, অ্যান্টি-ব্যাকটেরিয়াল হেক্সাকুল প্রযুক্তি প্যাড, টার্বো ফ্যান প্রযুক্তি এবং ৩টি স্পিড কন্ট্রোল অপশন রয়েছে।

৩. Case Plus Mini cooler: অ্যামাজনে উপলব্ধ এই কুলার কিনতে ১,৬৪৯ টাকা খরচ হবে।

এই সস্তা পার্সোনাল এয়ার কুলারের মাধ্যমে যেকোনো জায়গায় শীতল বাতাস পেতে পারেন। কারণ এতে হাইড্রো চিল প্রযুক্তি, এয়ার কুলিং ফিল্টার, মাল্টি-ডিরেকশনাল এয়ার ভেন্ট ইত্যাদি বিকল্প রয়েছে। এছাড়া এটিকে ডিজাইন কমপ্যাক্ট হওয়ায় আপনি ডেস্ক, নাইটস্ট্যান্ড বা কফি টেবিল যেখানেই খুশি সুন্দরভাবে রাখতে পারবেন। এই কুলার বাড়ি ছাড়াও অফিস, গ্যারেজ বা ডর্ম রুমে ব্যবহার করা যাবে।