Redmi 9 Power থেকে Realme Narzo 30, সস্তায় কিনুন এই ৫টি সেরা বাজেট ফোন

গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে Amazon Great Indian Festival সেল। আর কথা মতো এই সেলে ইলেক্ট্রনিক্স গ্যাজেটের উপর একাধিক আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, আপনারা যারা নিজেদের কয়েক বছরের পুরোনো হ্যান্ডসেটকে আপগ্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য আমরা এই সেলে উপলব্ধ সেরা ডিলস যুক্ত কয়েকটি বাজেট-রেঞ্জ স্মার্টফোনের খোঁজ দেব। যার মধ্যে, Samsung, Realme, Oppo, Vivo, Redmi -এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোন সামিল থাকছে। উল্লেখিত প্রত্যেকটি ব্র্যান্ডের স্মার্টফোনে আপনারা অ্যাডভান্স প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপের পেয়ে যাবেন।

Amazon Great Indian Festival সেলে উপলব্ধ সেরা ৫টি বাজেট স্মার্টফোন

Samsung Galaxy A03s : ১২,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT ইনফিনিটি-ভি কাট ডিসপ্লে। এতে অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। স্টোরেজ হিসাবে এতে, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি মেমোরি পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে থাকছে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Redmi 9 Power : ১০,৪৯৯ টাকা

এটি হলো রেডমি ৯ পাওয়ার ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ফোনে, ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৩৪০x১,০৮০ পিক্সেল) মাল্টি টাচস্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১৯.৫:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ভি১০ ওএস ভার্সনে রান করবে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এই রিয়ার ক্যামেরাগুলি, নাইট মোড, এআই সিন রিকগনিশন, এইচডিআর, প্রো মোড ইত্যাদি সাপোর্ট করে। ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ডুয়েল সিম স্লট এবং মাইক্রোএসডি কার্ড স্লট। এতে, ১৮ ওয়াট চার্জিং টেকনোলজি সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে।

Oppo A54 : ১৪,৯৯০ টাকা

ওপ্পো এ৫৪ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x৭২০ পিক্সেল) পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৯.২%। এই ফোনকে ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ আইএমজি জিই৮৩২০ (৬৮০ মেগাহার্টজ স্পিড) প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। এতে ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজ বর্তমান। ছবি তোলার জন্য এতে থাকছে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ। একই সাথে সেলফি তোলার জন্য ইউজাররা ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি আছে।

Vivo Y12G : ১০,৯৯০ টাকা

৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x৭২০ পিক্সেল) ডিসপ্লের সাথে আসা ভিভো ওয়াই১২জি ফোনে, অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১ ভার্সনে চলবে। স্টোরেজ হিসাবে ফোনে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম পাওয়া যাবে। থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সমেত একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪জি কানেক্টিভিটির এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Realme Narzo 30 : ১২,৪৯৯ টাকা

স্লিম ও স্টাইলিশ ডিজাইনের এই রিয়েলমি ফোনে, একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ১৬ মিলিয়ন কালার, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৮০ নিট অবধি ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি মেমোরি থাকছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর রিয়ার ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর দেখা যাবে। এগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে, ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন